সমালোচনার মুখে গাজীপুরে কলেজ ভবন থেকে সরানো হলো ব্যানার-ফেস্টুন
গাজীপুর জেলার কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে ব্যানার-ফেস্টুনে ঢেকে গিয়েছিলো কোনাবাড়ি ডিগ্রি কলেজ ও আকম মোজাম্মেল হক স্কুলের ভবন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সমালোচনার ঝড় উঠে। অবশেষে কাল রাতে স্কুল, কলেজ ভবন থেকে সরিয়ে নেয়া হয়েছে ব্যানার-ফেস্টুন।
জানা গেছে, আগামী ১৫ অক্টোবর গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানা আওয়ামী লীগের সম্মেলন। ওই সম্মেলনকে ঘিরে পদপ্রার্থীরা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ওইসব প্রার্থী নিজেদের ও তাদের শুভাকাঙ্ক্ষীদের নানা রং ও ডিজাইনের ব্যানার ফেস্টুন দিয়ে কলেজ ও আশপাশের এলাকা ডেকে ফেলেছে। কলেজ ক্যাম্পাস দেখে মনে হচ্ছিল, এটি কোনো রাজনৈতিক কার্যালয়। আদতে এটি গাজীপুরের কোনাবাড়ী ডিগ্রি কলেজের ভবন।
আরও পড়ুন: রাজনৈতিক কার্যালয় নাকি শিক্ষা প্রতিষ্ঠান বোঝার উপায় নেই
আজ মঙ্গলবার সকালে কলেজে গিয়ে দেখা যায়, মাঠের চারপাশ দিয়ে ব্যানার-ফেস্টুন থাকলেও কলেজ ভবনটি থেকে ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলা হয়েছে। তাতে মনে হচ্ছে, খোলস থেকে ভবনটি বেরিয়ে এসেছে। তবে এখনো বেশ কয়েকটি ফেস্টুন রয়ে গেছে। কলেজ কর্তৃপক্ষ বলছে, নেতা-কর্মীরা নিজ দায়িত্বে সেগুলো না সরালে তাঁরা নিজেরা এসব কেটে ফেলে দেবেন।
কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কলেজ ভবনে যেভাবে রাজনৈতিক ব্যানার-ফেস্টুন লাগানো হয়েছিল, সেটা দৃষ্টিকটু লাগছিল। নিজ দায়িত্বে নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুন খুলে নিয়ে ভালো করেছেন।
কোনাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বেলাল হোসেন বলেন, গত সোমবার বিকেলে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে তাঁর কথা হয়। তখন তিনি এসব ব্যানার-ফেস্টুন খুলে নিতে বলেন। পরে রাতেই তাঁরা নিজ দায়িত্বে ব্যানার-ফেস্টুন সরিয়ে নিয়েছেন। অবশ্য কিছু ব্যানার-ফেস্টুন রয়ে গেছে।