বেসরকারি হাসপাতালের ফি সরকার নির্ধারণ করে দিবে

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক  © সংগৃহীত

বেসরকারি হাসপাতালের ফি নির্ধারণ করে দেওয়ার কথা চিন্তা করছে সরকার। এজন্য চিকিৎসার মান অনুসারে ক্যাটাগরি ভাগ করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রিফিং চলা কালে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: এমপিও আপিল কমিটির সভায় ২০ শিক্ষক-কর্মচারীকে তলব

এব্যাপারে জাহিদ মালেক জানান, একেক বেসরকারি হাসপাতালের চিকিৎসা ব্যয় যাতে একেক রকম না হয় সেটা চায় সরকার। এ জন্য পাঁচতারাসহ সব হাসপাতালকে এ-বি-সি ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা হবে। সেখানে সেবার মান অনুযায়ী ফি নির্ধারণ করে দিবে মন্ত্রণালয়।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, প্রাথমিক সেবার নামে গ্রামে গ্রামে যত্রতত্র ক্লিনিক, হাসপাতালও চায় না সরকার। অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার বন্ধে সরকার কঠোর অবস্থানে আছে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।


সর্বশেষ সংবাদ