বঙ্গবন্ধুর বিদায়ে প্রথম প্রতিরোধ গড়েছিল ছাত্রলীগ: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পচাত্তর পরবর্তীকালে বঙ্গবন্ধুর রক্তাক্ত বিদায়ের পর প্রথমে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলেছিল বাংলাদেশ ছাত্রলীগ। সেদিন জগন্নাথ হল ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সোমবার (৩ অক্টোবর) বিকাল ৫টায় মন্ত্রী পূজামণ্ডপ পরিদর্শন করেন। সেসময় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে দেয়া বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর বিদায়ের পর আমরা জগন্নাথ হল থেকে সংগঠিত হয়ে সংগ্রাম প্রতিরোধ গড়ে তুলি। পরে বটতলা থেকে মিছিল বের হয়েছিল। সর্বস্তরের জনগণ সেদিন সে মিছিলে অংশগ্রহণ করেছিল। আমার ব্যক্তিগত স্মৃতি রয়েছে এই জগন্নাথ হলে।
পূজামণ্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন হল ইউনিটের নেতাকর্মীরা।
আরও পড়ুন: যে দুই কলেজে চান্স পেলেন পূজা চেরি ও দীঘি
পূজা নিয়ে কাদের বলেন, এবারের দুর্গাপূজা সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান সব ধর্মের মানুষ উৎসবটি উৎযাপন করছে। এই সময়ে বিশ্বে সাম্প্রদায়িকতা আছে, সহিংসতা আছে। আপনাদের নিরাপত্তা সবচেয়ে বড় আমাদের দায়িত্ব কর্তব্য। আমরা শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশের সকল পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সারাদেশে আমরা খবর নিয়েছি। এখন পর্যন্ত কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয় নি। উৎসব উৎসবের মতোই উদযাপন হচ্ছে। আমি আশা করি, উৎসবে সকল নেতাকর্মীরা সতর্ক থাকবে।