২৯ সেপ্টেম্বর ২০২২, ২০:৫৬
সাপের কামড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
ভোলার লালমোহনে বাড়ির পেছনে বাগানে সুপারি দেখতে গিয়ে সাপের কামড়ে মো. তোফায়েল আহমেদ তুহিন (২৩) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরভূতা ইউনিয়নের চর লেঙুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
তুহিন ওই এলাকার মৃত মোতাহার হোসেনের ছেলে। তিনি ভোলা সরকারি কলেজের বাংলা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
জানা যায়, ঘটনার দিন দুপুরে নিজ বাড়ির পেছনে বাগানের সুপারি দেখতে যায় তুহিন। এ সময় একটি সাপ তাকে কামড় দেয়। পরে তুহিনের চিৎকারে পরিবারের লোকজন উদ্ধার করে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে সাপের ভ্যাকসিন না থাকায় তুহিনকে ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। এরপর ভোলা নেওয়ার পথে মারা যান তিনি।
এ ব্যাপারে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, এমন কোনো সংবাদ এখনো আমাদের কাছে আসেনি।