করোনা শনাক্তের হার ১৫ শতাংশ ছাড়ালো, মোট মৃত্যু ২৯ হাজার
দেশে গত ২৪ ঘণ্টায় ৬২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মোট পরীক্ষিত নমুনার মধ্যে শনাক্তের হার ১৫ দশমিক ৩৮ শতাংশ। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরো উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৩১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৩৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।
আরও পড়ুন: ভর্তি নিয়ে গুচ্ছের সভা বৃহস্পতিবার
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩৪৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬২ হাজার ১৬৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১০ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ১১ শতাংশ।
এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ২০ হাজার ৭৬৮ জনের এবং মারা গেছেন ২৯ হাজার ৩৪৭ জন।
২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।