২১ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৯

বর্ণবাদের অবসান চেয়ে পালন হচ্ছে আন্তর্জাতিক শান্তি দিবস

আন্তর্জাতিক শান্তি দিবস  © সংগৃহীত

বর্ণবাদ অবসান করুন, শান্তি গড়ে তুলুন- এই থিমে পালিত হচ্ছে আন্তর্জাতিক শান্তি দিবস। প্রথমবারের মতো এটি ১৯৮২ সালের  সেপ্টেম্বর মাসে পালন করা হয়েছিল। ২০০১ সালে সাধারণ পরিষদে একটি সংকল্প গৃহীত হয়েছিল, যা অহিংসা ও যুদ্ধবিরতির বার্তা নিয়ে ২১ সেপ্টেম্বরকে  আন্তর্জাতিক শান্তি দিবস হিসাবে প্রতিষ্ঠিত করেছিল। 

প্রতি বছর ২১ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক শান্তি দিবস। জাতিসংঘের সাধারণ পরিষদ ২৪ ঘণ্টা অহিংসা ও যুদ্ধবিরতি পালনের মাধ্যমে শান্তির আদর্শকে শক্তিশালী করার জন্য নিবেদিত দিবস হিসেবে ঘোষণা করেছে।

বলা হচ্ছে, সত্যিকারের শান্তি অর্জনের জন্য অস্ত্র রাখার চেয়ে অনেক বেশি কিছু প্রয়োজন। এজন্য এমন একটি সমাজ নির্মাণ করা প্রয়োজন যেখানে সব মানুষের উন্নতি সাধিত হবে। এটি এমন একটি বিশ্ব তৈরির সংকল্পের সাথে জড়িত যেখানে মানুষের সাথে তাদের জাতি নির্বিশেষে সমান আচরণ করা হবে।

আরও পড়ুনঃ সানজিদারা জিতেছেন বহু আগেই

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘বর্ণবাদ প্রতিটি সমাজে প্রতিষ্ঠান, সামাজিক কাঠামো এবং দৈনন্দিন জীবনকে বিষাক্ত করে চলেছে। এটি ক্রমাগত বৈষম্যের চালক হিসাবে অব্যাহত রয়েছে। এবং এটি মানুষকে তাদের মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত করছে। এটি সমাজকে অস্থিতিশীল করে, গণতন্ত্রকে অবমূল্যায়ন করে, সরকারের বৈধতা নষ্ট করে এবং... বর্ণবাদ এবং লিঙ্গ বৈষম্যের মধ্যে যোগসূত্র সুস্পষ্ট।’

কোভিড-১৯ পরিস্থিতিতে আমরা দেখেছি বিশ্বে কত সংঘাত ঘটেছে, সীমান্তে বর্ণ বৈষম্যের শিকার হয়ে মানুষ দেশান্তরি হয়েছে। মহামারীর সময় অর্থনৈতিক মন্দায় বিশেষ গোষ্ঠীর মানুষরাই বেশি ভুক্তভোগী হয়েছে। শান্তি প্রতিষ্ঠায় আমাদের সবার ভূমিকা আছে। বর্ণবাদ অবসানে অবদান রাখা এরমধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয়।

জাতিসংঘের ওয়েবসাইটে এবছরের আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে সকলের উদ্দেশ্যে যে বার্তা প্রকাশিত হয়েছে তা হলো, ২০২২ সালের আন্তর্জাতিক শান্তি দিবসের থিম হল বর্ণবাদের অবসান করুন। শান্তি গড়ে তুলুন।’ আমরা আপনাকে জাতিসংঘের প্রচেষ্টায় যোগদানের জন্য আমন্ত্রণ জানাই কারণ আমরা একটি বর্ণবাদ এবং জাতিগত বৈষম্যমুক্ত বিশ্ব নির্মাণের জন্য কাজ করছি। এমন একটি বিশ্ব যেখানে সহানুভূতি এবং সহমর্মিতা সন্দেহ এবং ঘৃণাকে জয় করে। এমন একটি বিশ্ব যা নিয়ে আমরা সত্যিই গর্বিত হতে পারি।