১৭ সেপ্টেম্বর ২০২২, ২০:৩৭

প্রতিবছর পানিতে ডুবে মারা যায় ১০ হাজার শিশু

প্রতীকী  © ফাইল ছবি

পানিতে ডুবে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর হার বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশে। এছাড়া দেশে প্রতি বছর দেশে পানিতে ডুবে ১০ হাজার শিশুর মৃত্যু হয়। সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয়ে শনিবার (১৭ সেপ্টেম্বর) ‘সমষ্টি’ নামক একটি বেসরকারি সংস্থা এ তথ্য জানিয়েছে।

’দেশে এক থেকে ১৪ বছরের শিশুদের মৃত্যুর প্রধান পাঁচটি কারণের মধ্যে ‘পানিতে ডুবে মৃত্যু’ অন্যতম। যাদের অধিকাংশই সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে মৃত্যুবরণ করে’ বলে জানান, সমষ্টির নির্বাহী পরিচালক মীর মাসরুর জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তীর সভাপতিত্বে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজা রশীদ প্রধান অতিথির বক্তব্য দেন। এসময় আরও আলোচনা করেন সমষ্টির পরিচালক (গবেষণা) রেজাউল হক, শিশু একাডেমির ইসিডি স্পেশালিস্ট তারিকুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, জি এম মনিরুল ইসলাম মিনি, শরীফুল্লাহ কায়সার সুমন প্রমুখ।

আরও পড়ুন: শিক্ষার্থীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিচ্ছে ঢাবির ‘প্রজেক্ট ক্র্যাক প্লাটুন’

কর্মশালায় বক্তারা আরও বলেন, পানিতে ডুবে বিশ্বে প্রতিবছর দু্ই লাখ ৩৫ হাজার শিশুর মৃত্যু হচ্ছে। পানিতে ডুবে যাওয়াকে শিশুদের অনিচ্ছাকৃত মৃত্যু ও আঘাতপ্রাপ্তির তৃতীয় প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে বর্তমানে বিশ্বে। বর্তমানে প্রতিবছর পানিতে ডুবে দেশে মৃত্যু  হয় ১০ হাজার শিশুর।

কর্মশালায় জানানো হয়, পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কমাতে তিনটি ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৫-১০ বছরের শিশুদের সাঁতার শেখানো, ব্যাপকহারে সচেতনতা বৃদ্ধি ও পাঁচ বছরের কম বয়সী শিশুদের দিনের একটি নির্দিষ্ট সময় ডে কেয়ার সেন্টারে রাখা।