শুক্রবার আসলেই মসজিদ পরিষ্কার করেন শিক্ষার্থীরা, নেন না পারিশ্রমিক
শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। কারো হাতে ঝাড়ু, কারো বালতি, কেউ মগ দিয়ে পরিষ্কার করছেন ফ্লোর, আবার কেউ দিচ্ছেন পাইপ দিয়ে পানি। সবাই যেন ব্যস্ত। বয়সে তারা তরুণ। এ পর্যন্ত ৩৪টি মসজিদ পরিষ্কার করেছেন কোনো ধরনের পারিশ্রমিক ছাড়াই একদল শিক্ষার্থীরা।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এমন দৃশ্য দেখা গেল কুমিল্লার চৌদ্দগ্রাম থানার গুণবতী ইউনিয়নের চাঁপাচৌ পশ্চিম-পাড়া জামে মসজিদে। সেখানে মসজিদ পরিষ্কার করেছে তারা। ২০২১ সাল থেকে এ কাজ করছেন তারা।
জানা যায়, স্থানীয় চাঁপাচৌ গ্রামের বাসিন্দা জাহেদ ভূঁইয়া সুজন সর্বপ্রথম এ কাজের উদ্যোগ নেন। পরে একটি সংগঠন খোলা হয়। সংগঠনের ব্যানারে বর্তমানে এ কাজ করেন স্বেচ্ছাসেবকরা। নামও দেওয়া হয়েছে চাঁপাচৌ ইসলামিক সাংস্কৃতিক পরিষদ স্বেচ্ছাসেবক গোষ্ঠী।
আরও পড়ুন: চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
জাহেদ ভূঁইয়া সুজন বলেন, আমরা সওয়াবের জন্যে এ কাজ করি। এজন্য কোনো পারিশ্রমিক নেই না। বরং নিজের পকেটের টাকা খরচ হয়।
হাফেজ মো. সাকিব হোসেন হৃদয় বলেন, শুক্রবার আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। এ দিনই আমরা কাজটি করি। এখন পর্যন্ত আমরা ৩৪টি মসজিদ পরিষ্কার করেছি।
সাকিব বলেন, আমরা সেই উদ্দেশ্য নিয়েই কাজ করছি। দুনিয়াবি কোনো উদ্দেশ্য আমাদের নেই। আখেরাতের উদ্দেশ্যে এ কাজ করছি আমরা।
স্বেচ্ছাসেবক দলটির অন্য সদস্যরা হলেন- রবিউল আউয়াল শুভ, আলাউদ্দিন, বাপ্পি, নাঈম, হৃদয়, শাওন কাওসার ও পিয়াস।