বিয়ের দেনমোহর ১০১টি বই!

নিখিল নওশাদ ও শান্ত্বনা খাতুন
নিখিল নওশাদ ও শান্ত্বনা খাতুন  © সংগৃহীত

বিয়ের দেনমোহর হিসেবে সোনা-দানা নয় ভালোবাসার মানুষটির কাছ থেকে চেয়েছেন ১০১টি প্রিয় বই। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের মত নীলপদ্ম না খুঁজলেও ভালোবাসার মানুষের জন্য ১০১টি বই খুঁজছেন বগুড়ার তরুণ কবি নিখিল নওশাদ।

বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের সাতরাস্তা গ্রামের ছেলে নিখিল নওশাদ। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিয়ে করতে যাচ্ছেন ভালোবাসার মানুষ সোনাতলা উপজেলার কামালেরপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের মেয়ে শান্ত্বনা খাতুনকে। যিনি উত্তর চেলোপাড়া দাখিল মাদ্রাসার ইংরেজির শিক্ষকও।

তবে মোহরানা হিসেবে শান্ত্বনা চেয়েছেন ১০১টি প্রিয় বই। আর সেই বই কিনতেই তালিকা হাতে এক সপ্তাহ ধরে ঢাকা ও বগুড়ার বিভিন্ন বইয়ের দোকান তন্ন তন্ন করে খুঁজে ৭০টি বই সংগ্রহ করেছেন। তার এই খোঁজে তার সাথে রয়েছেন শান্ত্বনা নিজেই। সম্প্রতি হবু দম্পতির এমন বই কেনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে বগুড়ার কবি-সাহিত্যিকদের আড্ডার স্থল শহরের টেম্পল সড়কের বইয়ের দোকান ‘পড়ুয়া’ কর্তৃপক্ষ।

ছবি প্রকাশের পর তা নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। বিয়েতে মোহরানা হিসেবে বই উপহার দেওয়া–নেওয়ার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকে।

আরও পড়ুন: পাইলটিং ছাড়াই চালু হচ্ছে প্রাথমিকের নতুন শিক্ষাক্রম।

নিখিল নওশাদ জানান, কবিতার সূত্র ধরেই ইংরেজি সাহিত্যের ছাত্রী শান্ত্বনা খাতুনের সঙ্গে পরিচয়। পরিচয় থেকে ভালোলাগা, ভালোবাসা। শেষে দুজনই বিয়ের সিদ্ধান্ত নিই। শান্ত্বনা শর্ত দেন, সোনাদানা নয়, বিয়ের দেনমোহর হিসেবে উপহার দিতে হবে ১০১টি প্রিয় বই। প্রিয় বইয়ের তালিকাও দিয়েছেন।

নিখিল আরও জানান, এক সপ্তাহ ধরে ঢাকা ও বগুড়ার বিভিন্ন দোকান ঘুরে তালিকার ৭০টি বই কেনা সম্ভব হয়েছে। বাকি ৩১টি বই এখনো সংগ্রহ করতে পারেননি তিনি। এর মধ্যে কিছু বিদেশি লেখকের বইও আছে। তাই আজ বিয়ের আনুষ্ঠানিকতায় কাবিননামাতে দেনমোহরের ৩১টি বই বাকি লিখা হবে।

তবে বিয়ের পর দুই বাংলার জনপ্রিয় লেখকদের আরও ৩১টি বই কিনে স্ত্রীর হাতে তুলে দিয়ে মোহরানা শোধ করবেন বলে জানান নিখিল।

এ প্রসঙ্গে শান্ত্বনা খাতুন বলেন, নিখিলের কবিতা পড়ে ওর প্রেমে পড়েছি। ওর কবিতা খুব ভালো লাগে। সোনাদানা, টাকাকড়ি আমার কাছে মূল্যহীন। বই আমার কাছে অমূল্য সম্পদ। এ কারণে বিয়ের দেনমোহর হিসেবে ১০১টি বই চেয়েছি।


সর্বশেষ সংবাদ