অধ্যক্ষ নিয়োগে বঞ্চনার অভিযোগে সাভার ইউএনও'র বিরুদ্ধে মামলা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২, ১২:১৬ AM , আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২, ০১:১৪ AM
নিয়মবহির্ভূত ভাবে সিনিয়র অধ্যক্ষকে বাদ দিয়ে জুনিয়রকে কলেজের দায়িত্ব দেওয়ায় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সাভার মডেল কলেজের সিনিয়র অধ্যক্ষ মিরাজুল ইসলাম মামলাটি করেছেন। মামলার বিষয়টি মিরাজুক ইসলাম নিজেই নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাভার মডেল কলেজের অধ্যক্ষ পদ শূন্য হওয়ার পর ইউএনও মাজহারুল ইসলাম আমাকে বাদ দিয়ে জুনিয়র শিক্ষক জুয়েল রানাকে অধ্যক্ষ পদে নিয়োগ দেন। বিষয়টি নিয়ে আমি আদালতে রিট পিটিশন করলে আদাল ইউএনওর নিয়োগ স্থগিত করে আমাকে দায়িত্ব দেন।
দেড় মাস দায়িত্ব পালনের পর ইউএনও মাজহারুল ইসলাম আবার আমাকে বাদ দিয়ে জুনিয়র ও বাংলা বিভাগের প্রভাষক দিলারা খানকে নিয়োগ দেন। তিনি আদালতের দেওয়া রায় না মেনে আদালত অবমাননা করেছেন। আদালত অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছি।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী গাজী এইচএম তামিম গণমাধ্যমকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট আইনে বলা আছে, কোনো কলেজের অধ্যক্ষের পদ শূন্য হলে সেই পদে প্রতিষ্ঠানের সবচেয়ে সিনিয়র শিক্ষক ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করবেন। সিনিয়রিটি দেখা হবে এমপিওভুক্তির তারিখ অনুযায়ী। এমপিওভুক্তির তারিখ একই হলে সিনিয়রিটি নির্ধারণ হবে যোগদানের তারিখ অনুযায়ী।
এ বিষয়ে ইউএনও মাজহারুল ইসলাম বলেন, সাভার মডেল কলেজে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে সব কাগজপত্র দেখে। তবে কলেজের এক শিক্ষক এ বিষয়ে মামলা করেছেন। আমরা আমাদের পক্ষের যুক্তি আদালতে উপস্থাপন করবো। আদালত যে সিদ্ধান্ত দেবেন সে অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হবে।