১১ সেপ্টেম্বর ২০২২, ১৪:৪৭

ফাইনালে বাংলাদেশের আম্পায়ার, গর্বিত মুশফিক

বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল   © সংগৃহীত

এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েও যেন আছে বাংলাদেশ। গ্রুপ পর্ব থেকে বাংলাদেশ ক্রিকেট দল বিদায় নিলেও এশিয়া কাপের ফাইনালে আছে বাংলাদেশ। দুবাইয়ে আজ পাকিস্তান ও শ্রীলংকার শিরোপার লড়াইয়ের ম্যাচে আম্পায়ারিং করবেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল। এতে গর্বিত সদ্য টি-২০কে বিদায় জানানো মুশফিকুর রহিম।

রোববার (১১ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে মাসুদুর রহমান মুকুলের ছবি আপলোড করে মুশফিক ক্যাপশনে লিখেছেন, ‘আম্পায়ার মুকুল ভাইয়ের জন্য অনেক শুভকামনা। উচ্চ পর্যায়ে বাংলাদেশের আম্পায়ারদের দেখতে পেলে ভালো লাগে। আপনাকে নিয়ে অনেক গর্বিত ভাই। ’

মুকুল চলতি আসরে আম্পায়ারিং করে আলোচিত হয়েছেন। বিশেষ করে ভারত-পাকিস্তানের দুই ম্যাচে দুর্দান্ত আম্পায়ারিং করে তিনি সবার নজর কেড়ে নেন।

আরও পড়ুন: শিরোপার হাসি কার-পাকিস্তান নাকি শ্রীলঙ্কা?

উল্লেখ্য, মাসুদুর রহমান মুকুল এখন পর্যন্ত ২৬টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন। তার মধ্যে ১৮ ম্যাচে অনফিল্ড আম্পায়ার ছিলেন। এছাড়া ১৭ বার ওয়ানডে ম্যাচে আম্পায়ারিং করেছেন।

তবে এবারের এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ দিয়েই তার বড় মঞ্চে আম্পায়ারিংয়ের শুরু। গ্রুপ পর্ব এবং সুপার ফোরে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি দুটি লড়াইয়েই তিনি দারুণ আম্পায়ারিং করেছেন।