দিনমজুর বাবার মেয়ের বিয়ের আয়োজন করলো বিজিবি
মহাধুমধামে এক অসহায় দিনমজুর বাবার মেয়ের বিয়ের আয়োজন করেছেন খাগড়াছড়ি বিজিবি জোনের কর্মকর্তারা। পুরো আয়োজনে অর্থ ও শ্রম দিয়ে পাশে থেকেছেন তারা। সব দায়িত্ব পালন করেছেন আত্মীয় স্বজন-পাড়া প্রতিবেশীদের মতো। বিজিবির এমন কাজ প্রশংসা কুড়োচ্ছে সকলের।
শুক্রবার (০৯ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটেছে খাগড়াছড়ির মাটিরাঙার তবলছড়ি ইউনিয়নের গৌরাঙ্গ পাড়া গ্রামে।
গৌরাঙ্গ পাড়া গ্রামের মোহন মিয়ার মেয়ে হালিমা আক্তারের বিয়ের কথা হয় একই এলাকার মৃত আবুল কালামের ছেলে জিয়াউর রহমানের সঙ্গে। তবে বর পক্ষের দুইশ বরযাত্রী খাওয়ানোর শর্তে দুশ্চিন্তায় পরে যান মোহন মিয়া। এ খবর যামিনীপাড়া জোনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ বি এম জাহিদুল করিমের কাছে পৌঁছালে ব্যতিক্রমী এ বিয়ের আয়োজন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির কর্মকর্তা ও সদস্যরা নেমে পড়েন বিয়ের সাজসজ্জা থেকে সবধরনের কাজে। সুসজ্জিত আয়োজনে বর ও কনে পক্ষের দুইশ অতিথিকে আপ্যায়ন করায় বিজিবি। বিয়েতে বর ও কনে পক্ষের বাইরে উচ্চ পদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অংশ নেন বিজিবি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরাও।
আরও পড়ুন: গুচ্ছ পরীক্ষার ওএমআর দেখতে পারবেন ভর্তিচ্ছুরা।
এদিকে দুই লাখ ৫০ হাজার টাকার দেন মোহরে বিয়ে সম্পন্ন হয়। অধিনায়কের পক্ষ থেকে নববধূকে একটি গরুও উপহার দেওয়া হয়।
বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোহন মিয়া বলেন, আমি অনেক খুশি। উনার (বিজিবি অধিনায়ক) জন্য আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমার আর কিছুই করার নেই। আল্লাহ যেন উনাকে এবং উনার পরিবারকে শান্তিতে রাখে আমি সব সময় সেই কামনা করি।
এ বিষয়ে ২৩ বিজিবি যামিনীপাড়া জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ বি এম জাহিদুল করিম বলেন, সীমান্তে সুরক্ষার পাশাপাশি সীমান্তে স্থানীয় জনসাধারণের সামাজিক সুরক্ষার যে দায়বদ্ধতা সেটি কিছুটা হলেও আমাদের ওপরে আসে। তারই ধারাবাহিকতা অব্যাহত রাখতে এটি আমাদের ছোট প্রচেষ্টা।