‘নায়েম’ পরিচিতি, প্রতিষ্ঠানটির কাজ কী?
দেশের শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনায় প্রশিক্ষণ ও গবেষণাভিত্তিক শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট (নায়েম) শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন এই প্রতিষ্ঠানটি শিক্ষা ব্যবস্থাপনায় দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করে আসছে।
ন্যায়েম-এর ইতিহাস শুরু হয় ১৯৫৯ সালে, পূর্ব পাকিস্তান শিক্ষা সম্প্রসারণ কেন্দ্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে। পরে ১৯৭৫ সালে এর নামকরণ হয় বাংলাদেশ শিক্ষা সম্প্রসারণ ও গবেষণা ইনস্টিটিউট (বিরি)। ১৯৮১ সালে গঠিত হয় ন্যাশনাল ইনস্টিটিউট অব এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ (নিয়েমার) এবং ১৯৮২ সালে এটি বিরির সঙ্গে একীভূত হয়ে গঠন করে নিয়েয়ার। সর্বশেষ ১৯৯১ সালে নায়েম নামে বর্তমান কাঠামোতে প্রতিষ্ঠানটি আত্মপ্রকাশ করে।
ন্যায়েম মূলত শিক্ষা পরিকল্পনা, প্রশিক্ষণ, প্রশাসন ও গবেষণার উদ্দেশ্যে গঠিত একটি জাতীয় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি শিক্ষা উন্নয়নের সমস্যা চিহ্নিত করতে কর্মশালা, সেমিনার ও গবেষণা কার্যক্রম পরিচালনা করে থাকে। বাংলাদেশ সিভিল সার্ভিস (শিক্ষা) ক্যাডারের নবীন কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণসহ বিভিন্ন সংক্ষিপ্ত ও দীর্ঘমেয়াদি কোর্সও পরিচালনা করে থাকে। এসব কোর্সের মধ্যে রয়েছে: শিক্ষা প্রশাসন, পরিকল্পনা, গবেষণা পদ্ধতি, পেডাগোজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, অফিস ব্যবস্থাপনা ও কমিউনিকেটিভ ইংলিশ ইত্যাদি বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি প্রশিক্ষণ মডিউল।
প্রতিষ্ঠানটি চারটি বিভাগে পরিচালিত হয়—পরিকল্পনা ও উন্নয়ন, প্রশিক্ষণ ও বাস্তবায়ন, গবেষণা ও ডকুমেন্টেশন এবং প্রশাসন ও অর্থ বিভাগ। নায়েমের প্রশাসনিক কাঠামোয় রয়েছেন ১৪ সদস্যের একটি বোর্ড অব গভর্র্নস, যার সভাপতি শিক্ষামন্ত্রী এবং সদস্য সচিব প্রতিষ্ঠানটির মহাপরিচালক। এছাড়াও রয়েছে পরিচালক, উপ-পরিচালক ও সহকারী পরিচালকদের সমন্বয়ে গঠিত একটি সক্রিয় প্রশাসনিক দল। শুধু কেন্দ্রীয় পর্যায়েই নয়, বিভিন্ন জেলা ও মফস্বল অঞ্চলের শিক্ষকদের জন্যও নায়েম স্যাটেলাইট প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে থাকে, যা প্রশিক্ষণ কার্যক্রমকে আরও বিস্তৃত ও সহজপ্রাপ্য করেছে।
দেশের শিক্ষা ব্যবস্থাপনায় গুণগত উন্নয়ন সাধনে নায়েম একটি নির্ভরযোগ্য ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে। ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।
নায়েম কর্তৃক পরিচালিত প্রশিক্ষণ কর্মসূচিসমূহ
ফাউন্ডেশন কোর্স: বিসিএস (সাধারণ ও কারিগরি শিক্ষা ক্যাডার) কর্মকর্তাদের জন্য ২/৪ মাস মেয়াদি; এডুকেশন রিসার্চ মেথডোলজি কোর্স: বিসিএস (সাধারণ ও কারিগরি শিক্ষা ক্যাডার) কর্মকর্তাদের জন্য ১ মাস মেয়াদি; শিক্ষা পরিকল্পনা ও উন্নয়ন কোর্স: সহকারি অধ্যাপক ও সমপর্যায়ের কর্মকর্তাদের জন্য ১ মাস মেয়াদি; শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা কোর্স: কলেজ ও সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষদের জন্য ৩ সপ্তাহ মেয়াদি; শিক্ষা প্রশাসন কোর্স: প্রধান শিক্ষকদের জন্য ৩ সপ্তাহ মেয়াদি; লাইব্রেরি পরিকল্পনা ও ব্যবস্থাপনা কোর্স: কলেজের লাইব্রেরিয়ানদের জন্য ২ সপ্তাহ মেয়াদি; শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা রিফ্রেসার্স কোর্স: কলেজের অধ্যক্ষদের জন্য ২ সপ্তাহ মেয়াদি; শিক্ষা প্রশাসন রিফ্রেসার্স কোর্স: প্রধান শিক্ষকদের জন্য ২ সপ্তাহ মেয়াদি; কম্পিউটার অ্যাপ্লিকেশন ট্রেনিং কোর্স: বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ২ সপ্তাহ মেয়াদি; টট কোর্স: নায়েম, এইচএসটিটিআই, বিএমটিটিআই, টিটিসি ও অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জন্য ২ সপ্তাহ মেয়াদি; সাচিবিকবিদ্যা ও অফিস ব্যবস্থাপনা কোর্স: উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের জন্য ২ সপ্তাহ মেয়াদি; কমিউনিকেটিভ ইংলিশ কোর্স: উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের জন্য ২ সপ্তাহ মেয়াদি; বিষয়ভিত্তিক পেডাগোজি কোর্স: ১ সপ্তাহ মেয়াদি বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের জন্য; কমিউনিকেটিভ ইংলিশ কোর্স: মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের জন্য ২ সপ্তাহ মেয়াদি; কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স: বিভিন্ন কলেজের প্রভাষক ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য ২ সপ্তাহ মেয়াদি; কম্পিউটার অ্যাপ্লিকেশন ট্রেনিং কোর্স: বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের জন্য ২ সপ্তাহ মেয়াদি; অফিস ব্যবস্থাপনা ট্রেনিং কোর্স: শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য ২ সপ্তাহ মেয়াদি; প্রকল্প ব্যবস্থাপনা ট্রেনিং কোর্স: শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাদের জন্য ২ সপ্তাহ মেয়াদি; স্যাটেলাইট ট্রেনিং কোর্স: বিভিন্ন মফস্বল বিদ্যালয়ের শিক্ষকদের জন্য ২ সপ্তাহ মেয়াদি; শিক্ষা ব্যবস্থাপনা উচ্চতর কোর্স (এসিইএম): সহযোগী অধ্যাপক ও সমপর্যায়ের কর্মকর্তাদের জন্য ৬ সপ্তাহ মেয়াদি; এবং সিনিয়র স্টাফ কোর্স: বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও অধ্যাপক সমপর্যায়ের কর্মকর্তাদের জন্য।