করোনায় মারা গেছেন তরুণ সংগীতশিল্পী বর্ণ
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের লাইফ সাপোর্টে থাকা তরুণ সংগীতশিল্পী বর্ণ চক্রবর্তী (৩৫) আর নেই। শনিবার (১৭ জুলাই) রাত পৌনে ১১টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তিনি।
জানা গেছে, গত এক সপ্তাহ ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন বর্ণ। তার অক্সিজেন স্যাচুরেশন অনেক কম ছিল। চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত না ফেরার দেশেই পাড়ি জমালেন এই তরুণ শিল্পী।
বর্ণ চক্রবর্তী অত্যন্ত মেধাবী একজন সংগীতশিল্পী ছিলেন। গাওয়ার পাশাপাশি নিয়মিত গান সৃষ্টি করতেন। ছোটবেলা থেকে গানই ছিল তার ধ্যান-জ্ঞান। এছাড়া তিনি নির্মাতা হিসেবেও আলো ছড়িয়েছেন। গত প্রায় এক দশক তিনি অসংখ্য মিউজিক ভিডিও, বিজ্ঞাপন ও প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন।
তরুণ এই সংগীতশিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো সংগীতাঙ্গনে। গীতিকার, সুরকার, গায়ক থেকে শুরু করে সংগীতভুবনের কেউই মেনে নিতে পারছেন না বিষয়টি। ফেসবুকে ছবি ও মন্তব্য দিয়ে শোক প্রকাশ করেছেন সংগীতশিল্পী সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, গীতিকার আসিফ ইকবাল, রন্টি দাস, জুলফিকার রাসেলসহ আরও অনেকেই।
ক্যারিয়ারে বর্ণ চক্রবর্তী কেবল একটি একক অ্যালবাম প্রকাশ করেছেন। সেটার নাম ‘বোকা পাখি’। তবে নিজের সংগীত পরিচালনায় তিনি বেশ কিছু মিক্সড অ্যালবাম করেছেন। যেগুলোতে গান গেয়েছেন প্রতিভাবান শিল্পীরা।