২০২১ সালের অস্কার বিজয়ী যারা

  © সংগৃহিত

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৩তম আসরের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হলো। এবার সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক চারটি বিভাগে সেরা হয়েছে দক্ষিণ কোরিয়ান ভাষায় নির্মিত ‘প্যারাসাইট’। সেরা চলচ্চিত্র বিভাগে অস্কারের ৯৩ বছরের ইতিহাসে ইংরেজি ব্যতিত অন্যভাষার ছবির জয়ের ঘটনা এটাই প্রথম।

বিশ্বে করোনা মহামারির কারণে পরিস্থিতি খুবই খারাপ। যুক্তরাষ্ট্রের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস উৎসবমুখর, চারপাশটা সাজ সাজ রব। বাংলাদেশ সময় সোমবার (২৬ এপ্রিল) সকাল ছয়টায় শুরু হয়ে নয়টা পর্যন্ত চলল এ বছর চলচ্চিত্রের দুনিয়ার সবচেয়ে বড় আসর ৯৩তম অস্কার। গোল্ডেন গ্লোব, বাফটার পথে হেঁটে অস্কারও এবার আয়োজিত হলো ছোট পরিসরে। মার্কিন মুলুকে এবারে একটি নয়, দুটি ভেন্যু। ঐতিহাসিক ডলবি থিয়েটার তো আছেই, এর সঙ্গে যুক্ত হয়েছে লস অ্যাঞ্জেলেসের ইউনিয়ন স্টেশন। তা ছাড়া যুক্তরাজ্যের লন্ডন আর ফ্রান্সের প্যারিসেও রাখা হয়েছিল দুটি স্টেশন। সেখান থেকেও যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা মনোনীত শিল্পী আর কলাকুশলীরা যোগ দিয়েছেন।

এবার ২৩টি বিভাগে পুরস্কার প্রদান করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। ৯৩তম অস্কারের সেরা চলচ্চিত্র ও শিল্পী-কুশলীদের নাম ঘোষণা করেন তারকারা। তারাই বিজয়ীদের হাতে তুলে দেন পুরস্কার।

বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদানের জমকালো এই আয়োজনে ছিল না কোনও সঞ্চালক। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২২৫টি দেশে সরাসরি সম্প্রচার করা হয় অনুষ্ঠানটি।

একনজরে ৯৩তম অস্কারের বিজয়ীদের তালিকা

সেরা সিনেমা: নোম্যাডল্যান্ড

সেরা পরিচালক: ক্লোয়ি ঝাও (নোম্যাডল্যান্ড)

সেরা অভিনেতা: অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার)

সেরা অভিনেত্রী: ফ্রান্সিস ম্যাকডোম্যান্ড (নোম্যাডল্যান্ড)

সেরা সহ-অভিনেতা: ড্যানিয়েল কালুইয়া

সেরা সহ-অভিনেত্রী: ইয়া-জাং উন (মিনারি)

সেরা মৌলিক গান: ফাইট ফর ইউ (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ)

সেরা এনিমেটেড সিনেমা: সোল

সেরা মেকআপ ও কেশসজ্জা: মা রেইনি’স ব্ল্যাক বটম

ভিজ্যুয়াল ইফেক্ট: টেনেট

সিনেমাটোগ্রাফি: মাঙ্ক

সম্পাদনা: সাউন্ড অব মেটাল

প্রোডাকশন ডিজাইন: মাঙ্ক

শব্দ: সাউন্ড অব মেটাল

সেরা আন্তর্জাতিক সিনেমা: এনাদার রাউন্ড (ডেনমার্ক)

সেরা প্রামাণ্যচিত্র: কোলেট

প্রামাণ্যচিত্র ফিচার: মাই অক্টোপাস টিচার

লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: টু ডিসট্যান্ট স্ট্রেঞ্জার্স

অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: ইফ এনিথিং হ্যাপেনস, আই লাভ ইউ

সেরা মৌলিক চিত্রনাট্য: প্রমিসিং ইয়ং উম্যান

সেরা এডাপ্টেড চিত্রনাট্য: দ্য ট্রায়াল অব শিকাগো সেভেন

অরিজিনাল স্কোর: সোল

কস্টিউম ডিজাইন: মা রেইনি’স ব্ল্যাক বটম


সর্বশেষ সংবাদ