সৌমিত্র চট্টোপাধ্যায়ের সেরা ১০ সিনেমা

  © সংগৃহীত

উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় মারা গেছেন। আজ রবিবার (১৫ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। এই প্রয়াত কিংবদন্তির সেরা ১০ ছবিতে চোখ বুলিয়ে নেয়া যাক।

অপুর সংসার: ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৫৯ সালে। সত্যজিৎ রায় পরিচালিত এই ছবির মধ্যে দিয়েই পর্দায় হাতেখড়ি।

অশনি সংকেত: ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৭৩ সালে। এই ছবিটির পরিচালনাতেও ছিলেন সত্যজিৎ রায়। এক ভিন্নঘরানার।

চারুলতা: ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ১৯৬৪ সালে। এই ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয়।

জয় বাবা ফেলুদা: এই ছবিটি মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে ১৯৭৮ সালে। সত্যজিৎ রায়ের লেখা গল্প তাঁরই পরিচালনায়। 

বসন্ত বিলাপ: এই ছবিটি মুক্তি পয়েছিল ১৯৭৩ সালে। দিনেন গুপ্ত পরিচালিত এই ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। 

সাত পাকে বাধা: ১৯৬৩ সালে মুক্তি পেয়েছিল সাত পাকে বাঁধা ছবিটি। এই ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীত। 

সোনার কেল্লা: ১৯৭৮ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। সৌমিত্র চট্টোপাধ্যায়কে এই ছবিতে দর্শকেরা পেয়েছিলেন ফেলুদা চরিত্রে। ফেলুদার চরিত্রে। ছবির পরিচালনাতে ছিলেন সত্যজিৎ রায়। 

দেবদাস: ১৯৭৯ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। ছবিটিতে দেবদাসের চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। 

হীরক রাজার দেশে: গুপি বাঘা সিরিজের এই গল্পে সৌমিত্র চট্টোপাধ্যায়কে এক বিশেষ ভূমিকাতে দেখা গিয়েছিলে। 

ঘরে বাইরে: ১৯৮৪ সালে মুক্তি পেয়েছিল ঘরে বাইরে ছবিটি। এই ছবিটির পরিচালনাতে ছিলেন সত্যজিৎ রায়।

সূত্র: এশিয়া নেট 


সর্বশেষ সংবাদ