লাইফ সাপোর্টে সাড়া দিচ্ছেন না সৌমিত্র

সৌমিত্র চট্টোপাধ্যায়
সৌমিত্র চট্টোপাধ্যায়  © সংগৃহীত

ভারতের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। কিন্তু তাতেও তিনি সাড়া দিচ্ছেন না। বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রের বরাতে রোববার আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানিয়েছে।

আজ ৪২ দিন ধরে কলকাতার বেলভিউ নার্সিংহোমে চিকিৎসাধীন সৌমিত্র চট্টোপাধ্যায়। এক দিন অন্তর এক দিন করা হচ্ছে তার কিডনির ডায়ালিসিস। ২৪ অক্টোবর থেকে তার শারীরিক অবস্থার মূলত অবনতি হতে থাকে। তারপর ধীরে ধীরে তিনি চেতনাহীন হয়ে পড়েন।

খবরে বলা হয়, গত শুক্রবার সৌমিত্রর শারীরিক অবস্থার অবনতি হয়। এখনও তার কোনো উন্নতি হয়নি।

তিন দিন আগে তার শ্বাসনালিতে সফল অস্ত্রোপচার হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ঠিকঠাক কাজ করছে। তবে তিনি খুব দুর্বল। শ্বাসনালিতে অস্ত্রোপচারের পর সৌমিত্রর প্লাজমা থেরাপিও দেয়া হয়।

সৌমিত্রের চিকিৎসক দলের প্রধান চিকিৎসক অরিন্দম কর বলেন, আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। গত ৪০ দিন ধরে সব রকম প্রচেষ্টা চালিয়েছি। তার অবস্থা আরও সঙ্কটজনক হয়েছে।

তিনি বলেন, সৌমিত্রকে নিয়ে এখন অলৌকিকেই ভরসা করতে হবে আমাদের। হাসপাতালে আসার জন্য সৌমিত্রর পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ