ধর্ষণের প্রতিবাদ জানিয়ে নতুন ব্যান্ডের আত্মপ্রকাশ (ভিডিও)

ব্যান্ডের সদস্যরা
ব্যান্ডের সদস্যরা  © সংগৃহীত

ধর্ষণের প্রতিবাদ জানিয়ে আত্মপ্রকাশ হলো ‘এপিসেন্টার থ্রি’ ব্যান্ডের। গানটির নাম ‘দোজখের গান’। স্টুডিও লেজি-ট্রির ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে এটি। ‘এপিসেন্টার থ্রি’ ব্যান্ডের প্রথম গানেই ফুটে উঠেছে তাদের প্রতিবাদী ভাষা।

রাত্রি আন্ধার বন্দুকের ঝোপে/ টর্চলাইটে জ্বলা ত্রস্ত চোখ—এমনই কথার গানটি লিখেছেন, সুর করেছেন ও গেয়েছেন সেলিম রেজা নিউটন। গানটির সংগীতায়োজন করেছেন তোয়াসীন ও শুভ সুলতান।

সেলিম রেজা নিউটন বলেন, গানটি ২০১৬ সালের মার্চ মাসে লেখা ও সুর করা। আগস্ট মাসে রেকর্ড করা হয়। সে বছর মার্চ মাসে কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ১৯ বছর বয়সী শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে দলবদ্ধভাবে ধর্ষণ করার পর খুন করা হয়। সেই সূত্র ধরে এই গানটির জন্ম। যেখানে খুন-ধর্ষণের বিরুদ্ধে মনুষ্য-জাগরণের কথা বলার চেষ্টা করেছি আমরা।

তিনি আরও বলেন, এটি ‘এপিসেন্টার থ্রি’ ব্যান্ডের প্রথম গান। প্রথম অ্যালবামের কাজও শেষ প্রায়।

‘দোজখের গান’-এর ভিডিওটি ভারতের চিত্রশিল্পী অপর্ণা করের চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে। অ্যানিমেশন করেছেন সৌরভ রায়।


সর্বশেষ সংবাদ