৩০ অক্টোবর ২০২৫, ২০:০৪

তারকাকন্যা থেকে অভিনেত্রী, অনন্যা পান্ডের জন্মদিনে জেনে নিন কিছু জানা-অজানা তথ্য

অনন্যা পান্ডে  © ফাইল ছবি

অভিনয়ে বহু সমালোচনার মুখোমুখি হয়েছেন অনন্যা পান্ডে। তারকাকন্যা হিসেবে সুযোগ পাওয়া মানেই নিয়মিত বিদ্রূপের শিকার হতে হয়। তবে গত কয়েক বছরে নিজের দক্ষতা ও পরিশ্রম দিয়ে তিনি নিজেকে প্রমাণ করেছেন। আজ ৩০ অক্টোবর, অনন্যার জন্মদিন। তরুণদের অনেকের কাছে তিনি ‘ক্রাশ’ হিসেবে পরিচিত। ২৬ বছরে পা রাখলেন বলিউডের এই অভিনেত্রী। জন্মদিন উপলক্ষে জেনে নেওয়া যাক তার জীবন ও ক্যারিয়ারের সংক্ষিপ্ত গল্প।

জন্ম ও বেড়ে ওঠা
অনন্যা পান্ডের জন্ম ১৯৯৮ সালের ৩০ অক্টোবর মুম্বাইয়ে। বাবা চাঙ্কি পান্ডে হিন্দি সিনেমায় অভিনয় করেছেন এবং ঢাকাই সিনেমাতেও কাজ করেছেন। মা ভাবনা পান্ডে কস্টিউম ডিজাইনার। ২০১৯ সালে করণ জোহরের প্রোডাকশন ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অনন্যা।

সমালোচনা ও উন্নতি
অভিনেত্রী হিসেবে সুখ্যাতি খুব সহজে হয়নি। একের পর এক ফ্লপ এবং দুর্বল অভিনয়ের কারণে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। তবে গত বছর থেকে ধারাবাহিকভাবে দুইটি প্রশংসিত সিনেমায় দেখা গেছে তাঁকে। বিশেষ করে ‘কন্ট্রোল’-এ অনন্যার পারফরম্যান্স দক্ষিণি তারকা সামান্থা রুথ প্রভুর নজর কাড়ে, যিনি ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘দুর্দান্ত ছবি, মাস্ট ওয়াচ। শুরু থেকে শেষ পর্যন্ত এটি আপনাকে পর্দায় ধরে রাখবে।’

এর আগে অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছিল ‘খো গায়ে হাম কাহাঁ’ জোয়া আখতার ও রিমা কাগতির প্রযোজিত সিনেমায় অনন্যার অভিনয় প্রশংসিত হয়েছিল। এরপর ‘কল মি বে’ সিরিজে অনন্যার প্রচেষ্টা সমালোচকদের চোখে পড়েছিল। অনন্যা নিজে বলেছিলেন, কয়েক বছর ধরে তিনি ভারতের সেরা নির্মাতাদের সঙ্গে কাজ করতে চাইছেন, নিজেকে আরও দক্ষ করে তুলতে চাইছেন।

অর্থ ও ক্যারিয়ার
ছয় বছরের ক্যারিয়ারে অনন্যা পান্ডের সম্পদ দাঁড়িয়েছে প্রায় ৭৪ কোটি রুপি। প্রতি সিনেমার পারিশ্রমিক প্রায় তিন কোটি, আর বিজ্ঞাপনচিত্র বা সোশ্যাল মিডিয়ার পোস্টের জন্য ৫০-৬০ লাখ রুপি নেন।

চ্যালেঞ্জ ও মানবিক দিক
সাফল্যের পথ সবসময় মসৃণ ছিল না। তারকাসন্তান হওয়ার কারণে, শারীরিক অবয়ব নিয়েও তাঁকে বিদ্রূপ করা হয়েছে। ‘শুরুর দিকে এসব সমালোচনা নেওয়া আমার জন্য কঠিন ছিল, তবে ধীরে ধীরে বুঝতে পেরেছি, এই পেশায় থাকতে হলে এগুলো মেনে কাজ করতে হবে,’ বলেন অনন্যা।

ভবিষ্যৎ পরিকল্পনা
চলতি বছর অনন্যাকে দেখা যাবে ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ সিনেমায়, যেখানে কার্তিক আরিয়ানের সঙ্গে তিনি অভিনয় করছেন। ছবিটি ডিসেম্বরেই মুক্তি পাবে। এছাড়া ‘চাঁদ মেরা দিল’ নামের আরেকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

অনন্যা পান্ডের জন্মদিন উপলক্ষে বলা যায়, তিনি তারকাকন্যার পরিচিতি থেকে বের হয়ে নিজস্ব পরিচয় গড়ে তুলেছেন, সমালোচনা ও পরিশ্রম আর ধারাবাহিকতার সংমিশ্রণে।