২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৯

কোক স্টুডিও বাংলা সিজিন-৩ তে কি থাকছেন তাজিক গায়িকা!

কোক স্টুডিও বাংলার সিজন-৩ তে থাকছেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ  © সংগৃহীত

কোক স্টুডিও বাংলার সিজন-৩ তে এবার জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও তাজিকিস্তানের গায়িকা মেহের নিগারি রুস্তাম থাকছেন বলে জানা যাচ্ছে। আগামী ২৫ সেপ্টেম্বর হাবিবের নতুন গান ‘জাদু’ মুক্তি পেতে যাচ্ছে। এ গানে তার সাথে কণ্ঠ মেলাবেন জনপ্রিয় এই তাজিক গায়িকা। 

সোমবার (২২ সেপ্টেম্বর) কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ফেসবুক পেইজের এক পোস্ট দর্শকদের উচ্ছ্বাস বাড়িয়ে দিয়েছে। ওই পোস্টে লেখা হয়, কোক স্টুডিও বাংলা’র এই সিজনে গানের ম্যাজিক চলছেই। এরপর কে আসবে জাদু নিয়ে?

কোক স্টুডিও বাংলার এই পোস্টে মন্তব্য করেছেন আরেক জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। মন্তব্যের ঘরে তিনি লেখেন, 'হাবিব ভাই'। যা দেখে অনেকেই ধারণা করছেন, নতুন গানে হাবিব ওয়াহিদকে দেখা যাবে।   

প্রসঙ্গত, ২০০৬ সালে হাবিব ওয়াহিদের জনপ্রিয় বাংলা পপ অ্যালবাম ‘শোনো’ প্রকাশ পায়। এই অ্যালবামে সব মিলিয়ে গান ছিল নয়টি। তার মধ্যে ‘জাদু’ অন্যতম। এবার নতুনভাবে তাজিকিস্তানের জনপ্রিয় গায়িকা মেহের সঙ্গে ফিউশন হয়েছে গানটির।

উল্লেখ্য, হাশিম মাহমুদের ‘বাজি’ গানের মধ্যে দিয়ে গত ২৩ আগস্ট কোক স্টুডিও বাংলা সিজন-৩ এর এবারের মৌসুম শুরু হয়। এরপর ১০ সেপ্টেম্বর মুক্তি পায় ‘লং ডিস্ট্যান্স লাভ’। দুটি গানই ইতিমধ্যে দর্শকদের থেকে ব্যাপক সাড়া লাভ করেছে। এর  আগে, গত বছরের এপ্রিলে শুরু হয় কোক স্টুডিও বাংলার সিজন-৩ এর যাত্রা।