মার্সেল মার্সোকে স্মরণে ঢাকায় তিনদিনব্যাপী মূকাভিনয় কর্মশালা
বিশ্ববিখ্যাত মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর অষ্টাদশ প্রয়াণবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে আয়োজিত হচ্ছে তিনদিনব্যাপী মূকাভিনয় কর্মশালা। আগামী ২০ থেকে ২২ সেপ্টেম্বর ২০২৫, প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
এতে প্রশিক্ষক হিসেবে অংশ নেবেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের প্রশিক্ষণ সম্পাদক শহিদুল মুরাদ, থিয়েটার সংগঠন বটতলার থিয়েটারকর্মী কাজী রোকসানা রুমি এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহাবুব আলম।
আয়োজকরা জানান, কর্মশালায় অংশগ্রহণকারীরা অভিনয়ের মৌলিক কৌশল ছাড়াও শরীর সচেতনতা, রিদমিক মুভমেন্ট, নাট্য উপস্থাপনা এবং সমসাময়িক জীবনের নানা বিষয়কে মূকাভিনয়ের মাধ্যমে উপস্থাপনের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ পাবেন। এই কর্মশালার লক্ষ্য দেশের মূকাভিনয় শিল্পচর্চাকে বিস্তৃত করা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া।
বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তরুণ প্রজন্মকে মূকাভিনয় শিল্পে আগ্রহী করে তুলতে এবং আন্তর্জাতিক মানের শিল্পচর্চায় যুক্ত করতেই এই আয়োজন। ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছে সংগঠনটি।
কর্মশালার শেষ দিন ২২ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনভুক্ত দলগুলোর অংশগ্রহণে একটি বিশেষ মূকাভিনয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে।