সৌদি আরবের কনসার্টে গান গাইলেন জেমস
সৌদি আরব সরকারের আমন্ত্রণে প্রথম বারের মতো মরুর দেশে কনসার্ট করলেন জেমস। ‘বাংলাদেশ কালচার’ শিরোনামের এ কনসার্টে শুক্রবার (২২ নভেম্বর) স্টেজে উঠে গান শোনালেন শ্রোতাদের।
প্রথমবার সৌদি আরবের রিয়াদে গান শোনাবেন জেমস- এমন খবর শোনার পর থেকেই দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শুরু হয় উন্মাদনা। রিয়াদ সিজনের বাংলাদেশ উইকে আল–সুওয়াইদি পার্কে জেমসের গান শোনার জন্য দুপুর থেকেই লাইন ধরেন প্রবাসীরা। শুধু রিয়াদ নয়, দেশটির বিভিন্ন শহরে থাকা বাংলাদেশিরা ভিড় করছিলেন কনসার্ট উপভোগ করার জন্য।
জেমস বলেন, “সৌদি আরবে আমি প্রথম এসেছি। আমি আশা করি নাই যে এতো সুন্দর আয়োজন, এতো দর্শক এখানে আছে। রিয়াদে এসে আমি সত্যিই মুগ্ধ।”
গান পরিবেশন শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে জেমস বলেন, রেমিটেন্স যোদ্ধারা অনেক কষ্ট করেন। কর্মমুখর জীবনে তাদেরকে যে একটু সময়ের জন্য আনন্দিত করতে পারলাম, সেই সাথে সংগীতের মাধ্যমে তাদের সাথে যে মেলবন্ধন, তারা এনজয় করল- আশা করি তারা দেশের জন্য সামনে আরো কাজ করবে ইনশাল্লাহ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এরআগে এতো প্রবাসী বাঙালিদের এমন মিলনমেলা সৌদির কোনো অনুষ্ঠানে দেখা যায়নি।
রিয়াদের আল-সুওয়াইদি পার্কে একের পর এক গান গেয়ে মাতান জেমস। তিনি তার জনপ্রিয় গানগুলো গেয়ে শোনান। এসব গানের মধ্যে ছিল ‘মা’, ‘আসবার কালে আসলাম একা’, ‘দুষ্টু ছেলের দল’, ‘বিজলী চলে যেওনা’, ‘বেদের মেয়ে জোছনা’, ‘সুন্দরী তমা আমার’, ‘মীরা বাঈ’, ‘পাগলা হাওয়ার তোড়ে’, ‘না জানে কোয়ি’ প্রভৃতি।
স্থানীয় সময় রাত ৮ টার দিকে মঞ্চে উঠেন জেমস। এসময় তার মাথায় ছিল লাল গামছা বাঁধা। পরনে কালো টি-শার্ট আর নীল জিন্স। গান শেষে জেমস বলেন,‘তোমরা আমার জান। বেঁচে থাকলে আবার দেখা হবে।’