শুক্রবার ঢাকা মাতাবেন জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড ‘জাল’
দীর্ঘ ১৪ বছর পর আবার কনসার্ট করতে ঢাকা এসেছে জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড জাল। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিটের পূর্বাচলে অবস্থিত ঢাকা অ্যারেনায় কনসার্টে অংশ নেবে তাঁরা। ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ শিরোনামের কনসার্টটিতে তাদের সঙ্গে আরো গান পরিবেশন করবে অর্থহীন ও সুমন। গত মঙ্গলবার রাতে ‘জাল’ ব্যান্ডের সদস্যরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) একটি পাঁচতারকা হোটেলে কনসার্ট নিয়ে সংবাদ সম্মেলনে অংশ নেবেন তাঁরা। এরপর শুক্রবার কনসার্টের দিনে ‘জাল’ ব্যান্ডটি তাদের প্রথম প্রকাশিত অ্যালবাম ‘আদাত’ এর ২০ বছর পূর্তি উদ্যাপন করবে।
গেট সেট রক এর ওয়েবসাইটে শুরু হয়েছে টিকিট বিক্রি। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০ টাকা। ২৭ সেপ্টেম্বর বিকেল ৫টায় খোলা হবে ভেন্যু। আয়োজন শুরু হবে সন্ধ্যা ৬টায়।
এর আগে, ২০১০ সালে প্রথমবার কনসার্ট করতে ঢাকায় এসেছিল পাকিস্তানি জনপ্রিয় ব্যান্ড ‘জাল’। এরপর তারা বাংলাদেশে আর কোনো কনসার্ট করেনি।