যে পড়াশোনার জন্য আড়াই বছর বিরতিতে ছিলেন তাহসান
তাহসান খান অভিনয়ে নেই দীর্ঘদিন। তবে গানে আছেন নিয়মিতই। স্টেজ শোতে সরব তিনি। সরব নানামুখী কর্মকাণ্ডেও। ক’দিন আগেই খবর এলো– বাংলাদেশে প্রথমারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি শো ‘ফ্যামিলি ফিউড’-এর বাংলাদেশি সংস্করণ তৈরি হচ্ছে। এতে উপস্থাপকের ভূমিকায় থাকছেন তাহসান।
এবার জানা গেল অভিনয়েও নিয়মিত হচ্ছেন তিনি। আরিফুর রহমানের পরিচালনায় ‘বাজি’ নামে একটি ওয়েব সিরিজ দিয়ে অভিনয়ে প্রত্যাবর্তন হচ্ছে তাঁর। এটি তাহসানের প্রথম ওয়েব সিরিজ। এর আগে গোলাম সোহরাব দোদুলের ‘ছক’ নামে একটি ওয়েব ফিল্মের কাজের মাধ্যমে ওটিটিতে যাত্রা শুরু তাঁর।
অভিনয়ে ফেরা প্রসঙ্গে তাহসান খান বলেন, ‘হ্যাঁ, এটি সত্যি, দীর্ঘদিন ধরেই অভিনয় নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি না। কারণ, অভিনয় নিয়ে পড়াশোনা করতে কয়েক বছর বিরতি নিয়েছিলাম। ইচ্ছা ছিল ওটিটিতে কাজ করার। প্রায় আড়াই বছর পর আবার অভিনয় করেছি একটি ওয়েব সিরিজে। এটিই আমার প্রথম ওয়েব সিরিজে অভিনয় করা।’
জানা গেছে, সিরিজটিতে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাহসানকে।
সিরিজটি নিয়ে নির্মাতা বলেন, ‘ক্রিকেট নিয়ে সাজানো হয়েছে বাজির গল্প। এই প্রথম বাংলা কোনো ওয়েব কনটেন্টে উঠে আসবে ক্রিকেট নিয়ে গল্প। সবাই অনেক পরিশ্রম করেছেন সিরিজটির জন্য। শুটিং শুরুর আগে বেশ কয়েক মাসের প্রস্তুতি পর্ব সেরেছেন তাহসান।’
সাত পর্বের সিরিজটি ঈদুল আজহায় দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা আরিফুর রহমান।