গানে মাতবে ঈদ
এ বছর বেশ কিছু নতুন গান প্রকাশ পাবে ঈদ উপলক্ষে। তবে গানের দোকানে আর নতুন গানের এ্যালবাম কিনতে লাইন দিতে হবে না। কারণ বেশিরভাগ গানই এখন প্রকাশ পাবে অনলাইনে। বিগত কয়েক বছর ধরে গানের সঙ্গে ভিডিও নির্মাণ যেন অপরিহার্য বিষয় হয়ে উঠেছে। এবারো ঈদ উপলক্ষে বেশ কিছু মিউজিক ভিডিও প্রকাশ পাবে। বিভিন্ন সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা গেছে, বিগত বছরের চেয়ে এবার কিছুটা বাড়বে গান প্রকাশের সংখ্যা। এ বছর ঈদে সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান ‘গানচিল’ থেকে প্রকাশ পাবে হাবিব, মিনার, প্রীতমসহ কয়েকজন শিল্পীর একাধিক গানের ভিডিও। ধ্রুব মিউজিক স্টেশন এবার কুমার বিশ্বজিৎ, আসিফ আকবর, ধ্রæব গুহ, লুৎফর হাসান, ইমরান ও কর্নিয়ার গান নিয়ে পাঁচটি মিউজিক ভিডিও প্রকাশ করবে।
এরই মধ্যে আসিফ-কর্ণিয়ার ‘একবার ছুঁয়ে যা হৃদয়’ গানটির ভিডিও নির্মিত হয়েছে। কর্ণিয়া বলেন, ‘আসিফ ভাই, আমার বড় ভাই। তার সঙ্গে কাজ করতে বরাবরই ভালো লাগে। তার কাছ থেকে অনেক উৎসাহ পাই। এবারের গানটিও বেশ ভালো হয়েছে। একটি চমৎকার ভিডিও নির্মিত হয়েছে।’ এদিকে লুৎফর হাসানের ‘খরচাপাতির গান’ শিরোনামের একটি ভিডিও নির্মাণ সম্পন্ন হয়েছে। গানটি লিখেছেন সোমেশ্বর অলি। আমজাদ হোসেনের সঙ্গীতে গানটিতে কণ্ঠে নিয়েছেন ঘুড়ি-খ্যাত গায়ক লুৎফর হাসান। ‘খরচাপাতির গান’ বাজারে নিয়ে আসছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। এই গানের ভিডিওতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী নাগ ও লুৎফর হাসানের মেয়ে দুপুর এবং লুৎফর হাসান নিজেই। ভিডিও পরিচালনা করেছেন পিকলু চৌধুরী।
সঙ্গীতশিল্পী ইমরান এবার নিয়ে আসলেন ‘ইশশ’ নামের নতুন গান ভিডিও। স্নেহাশীষ ঘোষের লেখা গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইমরান নিজেই। মে মাসে কলকাতার বিভিন্ন লোকেশনে এই গানের মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছে প্রডাকশন হাউস ‘টিভি ওয়ালা মিডিয়া’। স্যান্ডির কোরিওগ্রাফিতে এটি পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা সুশাভান দাস। ইমরান বলেন, ‘প্রায় পাঁচ মাস আগে থেকে গানটির পরিকল্পনা করছি। গানটির কথাগুলো অনেক ভালো। কথাগুলোর ওপর ভিত্তি করেই সুর ও সঙ্গীতায়োজন করেছি। এ গানটির মাঝে দর্শক-শ্রোতারা নতুনত্ব খুঁজে পাবেন। আর কৌশানী আমার পছন্দের একজন অভিনেত্রী। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো গানে মডেল হলেন। আশা করছি গানটির অডিওর পাশাপাশি ভিডিও ভালো লাগবে সবার।’ গত ৭ জুন গানটি প্রকাশ হয় ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ইউটিউব চ্যানেলে।
এবারের ঈদে সিডি চয়েজের ব্যানারে প্রকাশ পাবে তাহসান, ইমরান ও তানজিব সারোয়ারের গানের তিনটি ভিডিও। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি থেকে প্রকাশ পাবে দুটি গানের ভিডিও। একটি গেয়েছেন পড়শি, আরেকটি রনি। ঈদুল ফিতরে বাংলার ঢোল থেকে প্রয়াত শিল্পী বারী সিদ্দিকীর মেয়ে এলমা সিদ্দিকীর দুটি গানের ভিডিও প্রকাশিত হবে। এলমা সিদ্দিকী বলেন, ‘নতুন গান নিয়ে দর্শক-শ্রোতাদের মাঝে আসতে পারা আমার জীবনের অন্য রকম মুহূর্ত। সবার ভালোবাসার মধ্য দিয়ে সঙ্গীতাঙ্গনে নিজের অবস্থান তৈরি করতে চাই। আশা করি, আমার গান সবার ভালো লাগবে।’