‘আমার উপর রাগ দেখাতে গিয়ে কেউ হিতাহিত জ্ঞান হারাবেন না’
আমার প্রতি কিছু মানুষের রাগ অভিমান ক্ষোভ থাকাটাই স্বাভাবিক না থাকাটাই অস্বাভাবিক কারণ আমি সেসব মানুষের উপকার না করলেও ক্ষতি কখনোই করিনি ।
তবে আমার উপর রাগ দেখাতে গিয়ে কেউ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবেন না; কারণ আমার যেমন বয়স হচ্ছে আপনাদেরও বয়স হচ্ছে, আমার বাচ্চা কিংবা পরিবারের পাশাপাশি আপনার বাচ্চা কিংবা পরিবারের সদস্যরাও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকে। সুতরাং আমাকে নোংরা ভাবে হেয় করতে গিয়ে নিজের পরিবারকে মানুষের কাছে ছোট কইরেন না।
আরেকটা কথা আমি যখন সাধারণ সম্পাদক ছিলাম আমার কাছে শুধু সাংগঠনিক ক্ষমতা ছিলো অর্থনৈতিক ভাবে কিংবা ব্যবসায়িকভাবে কাউকে প্রতিষ্ঠিত করার ক্ষমতা ছিলো না।
আরও পড়ুন: আদালতে প্রকাশ্যে বাদীকে ছুরিকাঘাতে হত্যা
যে কয়েকজন মানুষ নোংরা ভাষায় আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন তাদের জন্য শুভ কামনা থাকলো আপনারা আরও অনেক বড় যায়গায় প্রতিষ্ঠিত হন ।
আমি নাম বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে যাদের নাম বাদ পরেছে কড়জোরে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি ।
আরেকটা কথা আমি তো সেসময়ের কথা বলেছি দেখেই আপনারা ভুল ধরতে পারছেন। কিন্তু যদি না বলতাম তাহলে ভুলও ধরতেন না মনেও করতেন না। এ্যানিওয়ে সবাই ভালো থাকেন সুস্থ্য থাকেন ।
আমি মানুষ, ভিনগ্রহের এলিয়্যান কিন্তু না। কাজেই ভুল সিদ্ধান্ত কিংবা ভুল কিছু আমার হতেই পারে। সমালোচনা করুন কিন্তু মিথ্যা নোংরা তথ্য দিয়ে মানুষের ভালোবাসা স্নেহ থেকে আমাকে সরাতে পারবেন কি?