প্রকৃত আলেম আর ধর্মব্যবসায়ীদের এক করে ফেলবেন না

আশরাফুল আলম খোকন
আশরাফুল আলম খোকন  © ফাইল ফটো

প্রকৃত আলেম ওলামা আর ধর্ম ব্যবসায়ীদের এক করে ফেললে ভুল করবেন। তাহলে ধর্মেরই ক্ষতি হবে। আমরা এখনো দেখি, কিছু আলেম ওলামা গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে ইসলাম ধর্মের প্রকৃত শান্তির বাণী প্রচার করেন। আবার কিছু ধর্ম ব্যবসায়ী লাখ টাকা নিয়ে হেলিকপ্টারে চড়ে ওয়াজ করতে যায়।

তারা চিল্লাইয়া চিল্লাইয়া আজগুবি কথাবার্তা বলে। কেউ কেউ নাকি রকেটে চড়ে চাঁদের দেশে যায়। কেউ আবার জাতিকে নতুন করে ভূগোল শিখায়। কাতার থেকে মিশর যাবার পথে নাকি হেলিকপ্টার থেকে হিমালয় দেখা যায়। কি হাস্যকর কথা।

কেউ হিন্দি,বাংলা, আরবীয় মিশেল রসালো প্যারোডি হরেক রকম গানও গায়। এরা কোন ইসলামের কথা বলে? কোরআনের বানী প্রচার করার জন্য কি জোকারী করতে হবে, মিথ্যা আজগুবি কথাবার্তা বলতে হবে?

জামায়াতে ইসলাম যেমন ইসলাম নয়, তেমনি ইদানিং যারা ইসলামের হেফাজতকারী হিসাবে দাবী করেন তাদের উদ্দেশ্যও ভিন্ন। যেমন, ৭১ সালের জামাত শিবির রাজাকার আলবদররাও এক সময় নিজেদেরকে ইসলাম ধর্মের সোল এজেন্ট দাবি করতো।

কওমী মাদ্রাসা ভিত্তিক হেফাজত ইসলাম ছিল একটি অরাজনৈতিক প্লাটফর্ম। সেই সংগঠনে খেলাফত মজলিশসহ বিএনপি-জামাত জোটের জঙ্গী নেতারা কিভাবে যুক্ত হলো? কোন উদ্দেশ্যে তাদেরকে যুক্ত করে হেফাজতকে বিতর্কিত করা হলো? আর কি কেউ ছিল না? এইভাবে চললে হেফাজতের অবস্থাও একদিন জামাত-শিবিরের মতই হবে। মনে রাখতে হবে দেশটার নাম বাংলাদেশ, পাকিস্তান-আফগানিস্তান না। [ফেসবুক থেকে সংগৃহীত]

লেখক: প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব


সর্বশেষ সংবাদ