চলে যাচ্ছে করোনা?
কাল গিয়েছিলাম বাবা-মার কবর জিয়ারতে। ফিরে আসার সময় সবজি কিনলাম পলাশীর বাজার থেকে। বাসার গৃহকর্মীকে বললাম ভালো করে ধুয়ে নিও সাবান পানিতে। সে বলে: আঙ্কেল করোনা তো চলে গেছে। ক্ষুদ্ধ হয়ে বললাম: কে বলছে তোমাকে? বলে: খবরে তো দেখি। মন্ত্রীরাও তো বলে!
মনে পড়লো স্বাস্থ্যমন্ত্রীর কথা। আরো কারো কারো কথা। এমন একটা বার্তা দিচ্ছেন তারা যে দেশ থেকে করোনা চলে যাওয়ার পথে। এর ভয়ংকর পরিণতি কি উপলদ্ধি করেন উনারা? করোনায় দেশে যখন প্রতিদিন কমপক্ষে ৩০-৪০ জন করে যখন মারা যাচ্ছে তখন এমন কথাবার্তা তারা কি বিবেচনায় বলছেন?
পড়ুন: বাংলাদেশ থেকে করোনা এমনিতেই চলে যাবে: স্বাস্থ্যমন্ত্রী
তাছাড়া করোনা চলে গেলেও বারবার তা ফিরে আসে। ভিয়েতনাম, দক্ষিন কোরিয়া আর নিউজিল্যান্ডের মতো করোনা মোকাবেলায় সফল দেশে এমন ঘটনা ঘটছে। করোনার সেকেন্ড ওয়েভ হচ্ছে ইউরোপের বহু দেশে। একজন স্বাস্থ্যমন্ত্রীর কি এসব জানার কথা না? বেপরোয়া কথাবার্তা বলে কেন তিনি তাহলে জনস্বাস্থ্যকে আরো ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছেন?
আশ্চর্য লাগে ভেবে এতোবড় দল আওয়ামী লীগ, জাহিদ মালিকের একটা ভালো বিকল্প খুজে পায়না তারা? তাকে একটু হুশ করে কথা বলতে পরামর্শ দিতে পারেনা কেউ? নাকি শুধু প্রচারণার তোপে করোনা নির্মূল করার নীতি নিয়েছে পুরো সরকার ব্যবস্থা?