২৬ এপ্রিল ২০২০, ২১:৩০

অভিশাপ দিচ্ছি— ‘একাকী মৃত্যুই হোক আপনাদের পাওনা’

আমিনুল ইসলাম  © টিডিসি ফটো

দেশ থেকে দেশান্তরে জীবিকার কাছে জীবন হেরে যাচ্ছে। জানি না এর সমাধান কিসে। তবে এতটুকু বুঝতে পারি- জীবন থাকলেই না জীবিকা! খানিক আগে টকশোতে এক গার্মেন্টস মালিক বলেছেন- আজ ৪৯ দিন হয়েছে। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনা রোগী'র সংখ্যা অনেক কম এবং মৃত্যুর সংখ্যাও কম। তাই আস্তে আস্তে সব খুলে দেয়া উচিত!

যেই মানুষ গুলো মারা যাচ্ছে বা যাবে; তারা কেবলই আপনাদের কাছে ‘সংখ্যা’। শুধু জেনে রাখবেন- এরাও কারো বাবা কিংবা মা ছিল। কারো সন্তান ছিল কিংবা কারো ভাই-বোন! এদেরও হয়ত একটা গল্প ছিল। ভালোবাসার মানুষ ছিল। এক ঝড়ে সব নিঃশেষ হয়ে গিয়েছে!

আপনাদের কাছে এরা কেবলই ‘সংখ্যা!’ এক মাসও ঠিক মতো পার হয়নি। এতেই আপনাদের গা জ্বলে যাচ্ছে! কেন বসিয়ে বসিয়ে খাওাবেন!

অভিশাপ দিলাম আপনাদের- একদিন এই করোনাতেই যেন আপনাদের মৃত্যু হয়। অর্থ-সম্পদের লোভে হয়ত টাকার পাহাড় বানিয়েছেন। প্রাসাদ বানিয়ে ভাবছেন- আমাদের কিছু হবে না! এই রোগ কাউকে ছেড়ে কথা বলে না। অভিশাপ দিচ্ছি আপনাদের। শেষ যাত্রায় কেউ সঙ্গে থাকবে না! একাকী মৃত্যুই হোক আপনাদের পাওনা। প্রকৃতির বিচার বড্ড কঠিন বিচার। [ফেসবুক থেকে সংগৃহীত]