২৬ এপ্রিল ২০২০, ১১:০৭

করোনা: শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে পাঠদান একটি ফলপ্রসূ পদক্ষেপ

অনলাইন ক্লাসের ছবি  © প্রতীকী ছবি

নভেল করোনাভাইরাসের সংক্রমণকালে দেশের সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করে সরকার। কিন্তু পিছিয়ে পরার সম্ভাবনা থেকে সিলেবাস শেষ করার লক্ষ্যে ইতোমধ্যে স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পাঠদান শুরু হয়েছে।

ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ইডেন মহিলা কলেজ অন্যতম। কিছুদিন পূর্বে উক্ত কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্ধের হস্তক্ষেপে শুরু হয় অনলাইনভিত্তিক ক্লাস। বিশেষ করে বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা যেন পিছিয়ে না পরে তার জন্য এই ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ। অন্যদিকে যেহেতু বর্তমানে ‘স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের ইতিহাস’ বিষয়টি সকল বিভাগের ১ম বর্ষের সকল শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক তাই ইতোমধ্যে এই বিষয়ের অফিসিয়াল পেজ থেকে শিক্ষার্থীদেরকে ক্লাস করার আহবান জানিয়েছেন উক্ত বিষয়ের শিক্ষকবৃন্ধ।

ইডেন মহিলা কলেজের কলা অনুষদ এর কয়েকটি বিভাগও অনলাইনভিত্তিক ক্লাস নেওয়া শুরু করেছে।বর্তমানে এই প্রতিকূল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই অনলাইনভিত্তিক ক্লাসগুলো কিছুটা হলেও ফলদায়ক হবে বলে আশাবাদী ইডেনের শিক্ষার্থীরা।

লেখক: মার্কেটিং বিভাগ, ইডেন মহিলা কলেজ