করোনাভাইরাস: অসচেতনতা ও অব্যবস্থাপনা
- আবু হানিফ
- প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ১০:১৬ AM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২০, ০৮:২৩ PM
গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে বৈশ্বিক মহামারিতে পরিণত করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় ২৩ লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছে প্রায় এক লাখ ৬০ হাজারের বেশি মানুষ। ইতোমধ্যে প্রায় ৬ লাখ মানুষ সুস্থ হয়েছেন। করোনাভাইরাসের সংক্রমণ ইতোমধ্যে বিশ্বের অধিকাংশ দেশে দেখা গেছে।
বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায় গত ৮ই মার্চ। প্রথম দিকে করেকজন করে আক্রান্ত হলেও গত ক'দিনে এই সংখ্যা আশংকাজনক হারে বাড়ছে। এক মাসের ব্যবধানে বাড়ছে আক্রান্তের সংখ্যা একই সাথে মৃত্যুর সংখ্যাও। সর্বশেষ আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ১১০ জন।
শুরুর দিকে পরীক্ষা করার সংখ্যা কম হলেও এখন পরীক্ষার হার কিছুটা বেড়েছে। শুরু থেকে মানুষের অসচেতনতার কারণে এটা এখন ভয়াবহ রূপ ধারণ করছে একই সাথে দায়ী আমাদের অব্যবস্থাপনাও। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গার্মেন্টস বন্ধ দিলো কিন্তু পরিবহন চলাচল করায় সবাই চলে গেলে গ্রাম আবার গার্মেন্টস খোলা তাই জীবনের ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে ঢাকায় আসলো। সমালোচনার মুখে আবারও গার্মেন্টস বন্ধ ঘোষণা করা হলো। এই যে সমন্বয়হীনতা যার ফলে পরিস্থিতি এখন অনেকটাই জটিলতার দিকে চলে গেছে।
গণজমায়েত নিষিদ্ধ করার পরও আমাদের সচেতনতার অভাবে বিভিন্ন জায়গায় গণজমায়েত দেখা গেছে, যার ফলে করোনা বিস্তারের আশংকা আরও বাড়ছে।
অপরদিকে শুরু থেকে বিভিন্ন কাজে সমন্বয়হীনতা লক্ষ্য করা গেছে। করোনাভাইরাস বর্তমানে কমিউনিটি লেভেল সংক্রমণ হয়ে গেছে। তাই এখন পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করে আক্রান্তদের আলাদা করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা না করা হলে এটা আরও মহামারি আকার ধারণ করতে পারে।
ঢাকার মিটফোর্ড হাসপাতালে দুজন কোভিড-১৯ আক্রান্ত রোগী তথ্য গোপন করে চিকিৎসা নেয়ার পর হাসপাতালটির স্বাস্থ্যকর্মী মধ্যে ব্যাপকভাবে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এ ধরণের অসচেতনার কারণে ঝুঁকি বাড়ছে। ইতোমধ্যে অনেক ডাক্তার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ও কয়েকজন সাংবাদিক আক্রান্ত হয়েছে করোনাভাইরাসে।
বিশ্ব স্বাস্থ্যসংস্থা বাংলাদেশ কে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। বাংলাদেশে করোনাভাইরাস ৫০টিরও বেশি জেলায় ছড়িয়ে পড়েছে। ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার পর গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জ জেলাকে হটস্পট ঘোষণা করেছে আইইডিসিআর।
লেখক: যুগ্ম আহ্বায়ক
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ