চারঘাট থানায় মাদক সন্ত্রাস ও পরিত্রাণ ভাবনা
- শাহাদত হোসেন
- প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ০২:১৯ PM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২০, ০৮:১৫ PM
কিভাবে আমরা মাদকের ভয়াবহতা থেকে মুক্তি পেতে পারি তা নিয়ে বিস্তর পরামর্শ আছে, মান অভিমান আছে। দিব্যবাণী হয়ে ঝরে পড়বে কোন সমাধান, না সমাধান আমাদের হাতেই আছে, তা নিয়েও বিতর্ক আছে। কে শুরু করবে আগে, তুমি না আমি।
সহজ করে ভাবি। কে বেশি শক্তিশালী, সরকার না জনগণ? বলবেন, রাষ্ট্রীয় পাওয়ারের কাছে কিছুর তুলনা হয় নাকি। ও, তাতো ঠিকই। আসলে ভুলতে বসেছি, কারা সরকারের জন্ম দেয়! এই জনগণ এখন এদেশে ভোট দিয়ে সরকার বানায়, বিতর্ক থাকতে পারে। তবে এখানে কোন বিতর্ক নেয় যে, জনগণের টাকায় সরকার চলে। আজ যারা সরকারের গুরুত্বপূর্ণ পদে আছে বলে গর্ব অনুভব করে, তারা কিন্তু এই খেটে খাওয়া মানুষের টাকায় বেতন পাই, পেতে পারে নানা সুযোগ সুবিধা। এসব সুযোগ সুবিধা আসলে দেয়া হয়েছে এই জনগণের কল্যাণের জন্য কাজ করতে। কিন্তু বিধি বাম, কিছু অসাধু কর্মকর্তা বা জনপ্রতিনিধির কারণে কষ্ট পায় হাজারো মানুষ। ও হ্যাঁ, বলছিলাম মাদকের ভয়াবহ থাবা থেকে কিভাবে সমাজকে রক্ষা করা যায়? সরকারি সকল প্রতিষ্ঠান থাকতেও কেন মাদক নির্মুল হচ্ছে না বা মাননীয় প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় অঙ্গীকারের পরেও কিভাবে একটি এলাকা মাদকের অভয়ারণ্য হিসেবে গড়ে উঠে! মাদকের বিরুদ্ধে সকল দেশপ্রেমিককেই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে এবং
১। প্রযুক্তিকে ব্যবহার করে মাদকের বিরুদ্ধে প্রচারণা বাড়াতে হবে
২। প্রতিটি ওয়ার্ডভিত্তিক এলাকার উন্নয়নের জন্য উন্নয়নকামী যুবসমাজকে একত্রিত হতে হবে
৩। গণস্বাক্ষর নিয়ে চিহ্নিত মাদকব্যবসায়ীর তালিকা উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে পৌঁছাতে হবে, এক কপি বিজিবি ক্যাম্পেও দিতে হবে
৪। বাইরের মাদকসেবীদের এলাকায় প্রবেশ নিষিদ্ধ করতে স্বেচ্ছাসেবী কর্মীদের দ্বারা গ্রামে প্রবেশের পথে চৌকি বসাতে হবে, কোন অপরিচিতকে এলাকায় প্রবেশ করতে দেয়া যাবে না।
৫। সমাজের সর্দার, মসজিদের ইমাম সাহেবকে মাদকবিরোধী প্রচারণায় সম্পৃক্ত করা
৬। নিয়মিত খেলাধুলা, সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যুবসমাজকে ব্যস্ত রাখা
৭। ‘’মাদক নয়, ফুল ভালোবাসি’’ এই লিখা টি শার্ট জনগণের মাঝে বিলি করা
৮। কোন মাদক ব্যবসায়ী স্বেচ্ছায় ব্যবসা ছেড়ে দিলে তাকে প্রকাশ্যে ফুলেল শুভেচ্ছা জানানো এবং ৬ মাস অবধি তার পরিবারের অন্ন সংস্থানের ব্যবস্থা করা
৯। বর্তমান এলাকার যারা মাদকসেবন করছে, তাদের চিকিৎসার ব্যবস্থা করা
১০। আর্থিক সহযোগিতার জন্য জনপ্রতিনিধি এবং এলাকার সমর্থবানদের এগিয়ে আসা
এরকম আরও উপায় ভাবা যেতে পারে। তবে মনে প্রাণে সৎ হতে হবে। রাজনৈতিক সদিচ্ছা এ সরকারের আছে, বিশ্বাস করি। সুস্থ সবল জাতি গঠনই হোক আগামীর অঙ্গীকার।
লেখক: সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ
লালমনিরহাট সরকারি কলেজ