১০০ ঘন্টার টকটাইম, ১০০ জিবি ডাটা ফ্রি দিতে পারে টেলিকম কোম্পানি
- মামুন অর রশিদ
- প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ০২:৩১ PM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২০, ০৬:১৮ PM
![মামুন অর রশিদ](https://cdn.thedailycampus.com/resources/img/article/202003/42069_122.jpg)
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের থাবায় বিপর্যস্ত প্রতিটি দেশ। আর এই ভাইরাস ঠেকাতে বিভিন্ন দেশ লকডাউন করা হচ্ছে। আবার সাধারণ ছুটি ঘোষণা করাও হচ্ছে। বাদ নেই বাংলাদেশও। এখনও পর্যন্ত লকডাউন বা জরুরি ঘোষণা না করলেও বিশেষ জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে যেতে নিষেধ করা হচ্ছে জনগণকে। তবে সরকারের পক্ষ থেকে জনগণকে বাড়িতে অবস্থান করতে বলা হচ্ছে। যাতে এই ভাইরাসটি সহজে সংক্রমিত হয়ে সারা দেশে ছড়িয়ে না পড়ে। এমনকি সশস্ত্র বাহিনী দিয়েও লোকজনকে ঘরে থাকতে উদ্বুদ্ধ করা হচ্ছে।
এমন পরিস্থিতে সাধারণ কর্মজীবী ও দুঃস্থ মানুষদের নানাভাবে সহায়তা করছে ছোট, বড় বিভিন্ন সংগঠন বা কোম্পানি। আবার কেউ বা ব্যক্তিগত উদ্যোগে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, খাদ্যদ্রব্য বিতরণ করছেন। কিন্তু এখন পর্যন্ত হয়তো আমার চোখে পড়েনি টেলিকম কর্পোরেট খাতের জায়ান্ট কোম্পানিগুলোর তেমন কোনো দৃশ্যমান উদ্যোগ। শুধু মোবাইল ফোনের কল করার সময় কিছু সর্তক বার্তা ছাড়া। দেশের এই কোম্পানিগুলোর সাহায্য ও সহযোগিতা করোনা ভাইরাস প্রতিরোধে ব্যাপকভাবে প্রভাব ফেলতে পারে বলে মনে করি।
তাই আমার মনে হয়, মানুষকে ঘরে রাখতে বা হোম কোয়ারেন্টাইনে থাকতে টেলিকম কোম্পানিগুলো তাদের গ্রাহকদের জন্য কিছু ফ্রি অফার দিতে পারে। যেহেতু এবছর আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করছি, সেই হিসেবে কোম্পানিগুলো ১০০ জিবি ইন্টারনেট ডাটা এবং ১০০ ঘন্টার টকটাইম ফ্রি দিতে পারে। ফলে মানুষ বাসায় বসে ইন্টারনেট ব্রাউজও করলো, সাথে সাথে ফোন কোম্পানিগুলো মুজিব শতবর্ষের বিশেষ উপহারও জনগণকে দিলো।
পরিশেষে করোনার হাত থেকে আমাদেরকে বাঁচাতে ঘরে থাকতেও সাহায্য করলো। ফোন কোম্পানিগুলো কি একটু ভেবে দেখবেন আমার প্রস্তাবটি। অনেক তো মুনাফা করলেন, এবার একটু জনসেবাই করুন।
মামুন অর রশিদ, সহকারী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন
খুলনা বিশ্ববিদ্যালয়