২৪ জানুয়ারি ২০২০, ১৮:০৪

বাংলাদেশিদের বিএসএফের গুলি, কার কাছে বিচার চাইবে

ডক্টর তুহিন মালিক  © ফাইল ফটো

প্রায়শঃই পত্রিকায় দেখা যায়, ‘পরকীয়া ঘটনায় সন্তান হত্যা’। অবৈধ পরকীয়ার বলী হতে হয় প্রেমিকার নিজের গর্ভজাত সন্তানদের। আশ্চর্যজনকভাবে, প্রেমিকা এই হত্যার বিরুদ্ধে পুরোপুরি নিশ্চুপ থাকে! কিছু ঘটনায় তো পরকীয়া আচ্ছন্ন প্রেমিকা নিজেই তার আপন সন্তানকে হত্যায় প্রেমিককে নিষ্ঠুরভাবে সহায়তা পর্যন্ত করে থাকে! কারন তখন তিনি গভীর পরকীয়া প্রেমে মত্ত। তখন নিজের গর্ভজাত সন্তানের চাইতে প্রেমিকই তার কাছে অনেক বেশী প্রিয়।

আজকে জানুয়ারির ২৩ তারিখ। নতুন বছরের শুরুর এই ২৩ দিনেই ১৫ বাংলাদেশিকে গুলি করে মেরেছে ভারতের বিএসএফ বাহিনী। শুধুমাত্র গত ২৪ ঘন্টায়ই তারা ৫ বাংলাদেশিকে গুলি করে মেরেছে। বরাবরের মত বাংলাদেশের মানুষ হত্যার কোন বিচার নাই! আর কার কাছেই বা বিচার চাইবে পরকীয়া আক্রান্ত প্রেমিকার হতভাগা সন্তানরা!

লেখক: আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ