বাঙালির বেঈমানির নিদর্শন ৩ নভেম্বর
১৫ আগস্ট আর ৩ নভেম্বর তারিখগুলো শুধু বঙ্গবন্ধু বা জাতীয় চার নেতার হত্যা দিবস নয়। একইসাথে তারিখগুলো বাঙালির অকৃতজ্ঞতা আর বেঈমানির প্রতীক। নয়তো যারা নেতৃত্ব দিয়ে এই দেশের স্বাধীনতা আনলো সেই স্বাধীন দেশে কী করে হত্যা করা হয় বঙ্গবন্ধু ও চার নেতাকে?
শুধু তো হত্যাই নয়, খুনিরা তো দিনের পর দিন ক্ষমতায় ছিলো। আজও তাদের অনুসারীরা রাজনীতি করছে। আপনি মানেন আর নাই মানেন, যতোদিন বাংলাদেশ থাকবে বাঙালির বেঈমানির নিদর্শন হয়ে থাকবে ১৫ আগস্ট আর ৩ নভেম্বর।
তারিখ দুটো আরও একটি কথা মনে করিয়ে দেবে, বাংলাদেশের রাজনীতিতে খন্দকার মোশতাকরা সবসময় ভয়ঙ্কর। তাদের কারণে সত্যিকারের মানুষগুলো কোনঠাসা। তবে দিনশেষে মানুষ সত্যিকারের নেতাদের মনে রাখে, মোশতাকদের না। আজ জেলহত্যা দিবসে জাতীয় চার নেতাকে শ্রদ্ধা। যতোদিন বাংলাদেশ থাকবে আপনারাও থাকবেন। স্যালুট আপনাদের।
লেখক ও কলামিস্ট