অভিভাবকদের গলা কাটলো ছাত্র নামধারী বাস ব্যবসায়ীরা
- মেহেদি কবীর
- প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯, ০৮:৫০ AM , আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২০, ০১:১৮ PM
ভর্তিচ্ছুদের আবেগ নিয়ে শাবিপ্রবির শিক্ষার্থী নামক ব্যবসায়ীরা, তোমাদের নিম্নমানের বাসগুলো সিলেট থেকে চট্টগ্রাম যদি ঠিকমতো না যেতে পারে, তোমাদের নির্লিপ্ততার জন্য কয়েকশ পরীক্ষার্থী যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা না দিতে পারে, এতোগুলা চোখের পানি, বাসে সিট পাওয়ার আকুতি, বাস না পাওয়ার উৎকন্ঠা কিংবা অভিভাবক ছাত্র-ছাত্রীদের তিন চার কিলোমিটার হাঁটিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য দেখে তোমরা নিজেদেরকে কিভাবে ক্ষমা করবে?
স্বেচ্ছাসেবার নামে টাকার লোভের মোহ'তে তোমরা সিন্ডিকেট করে আজ যা করলা, তা আজ থেকে দশ পনের বিশ বছর পর ফেরত যে পাবে না তার নিশ্চয়তা কি?
গতবার সিএনজিওয়ালাদের দোষ দিছিলাম আমরা সবাই। এবার যে আমাদের ছাত্র নামধারী বাস ব্যবসায়ীরা অভিভাবকদের গলা কাটলো, বাস ম্যানেজ না করতে পেরে ফোন বন্ধ করে রাখলো তার প্রেক্ষিতে আমরা কি কিছুই বলতে পারি না?
অফিস সম্পাদক, শাবিপ্রবি প্রেসক্লাব।