১৫ অক্টোবর ২০১৯, ১১:৩৪
ফাঁসি হলেও লাভ কী?
ছাত্রলীগ না করলে অত্যাচারিত হতে হবে। করলে অন্যদের প্রতি অত্যাচারী হতে হবে। বিনিময়ে টাকা, ক্ষমতা, চাকরী, ব্যবসা পাওয়া যাবে।
এটাই যদি ছাত্রলীগ হয়ে থাকে তাহলে এ ছাত্রলীগের সকল অপকর্মের দায় কি শুধু তাদের? নাকি আওয়ামী লীগের যিনি বা যারা ছাত্রলীগের বড় নেতাদের ঠিক করেন তাদেরও। আবরার বা অন্য কারো হত্যায় এদের বিরুদ্ধে কোন মামলা হয় কি? এমনকি এদের নামটাও কি উচ্চারিত হয় কখনো? হয় না।
কাজেই অনিক সরকারের মতো কিছু অমানুষের ফাঁসি হলেও আবরারদের হত্যার বিচার সম্পন্ন হবে না। আরো আবরারের অত্যাচারিত হওয়া থামবে না।
এদেশটাকে পচিয়ে ফেলা হয়েছে। পারফিউম নাকে মেখে বা মুখে রুমাল চেয়ে এ সত্যকে আড়াল করা যাবে না।
কেউ কি কোনদিন পারবো এদেশটকে বাঁচাতে?
লেখক: অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়।