৩০ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৯

ক্যাসিনো নিয়ে জবি শিক্ষকের কবিতা

  © টিডিসি ফটো

ক্যা-সি-নো (কবিতা)

আশেক মাহমুদ

 

ক্যাসিনো নাকি জুয়া খেলাঘর, কেউ তো শোনেনি আগে

জুয়াড়িরা সেই গর্তে ঢুকিয়া, ঘুমিয়া ঘুমিয়া জাগে

লাট সাব বলে ভেবেছি যাদের, ভদ্র-নম্র ধারী

কতজন জানে জুয়া খেলে এরা, নিয়েছে অর্থ কাড়ি।

জুয়ার নেশায় বুঁদ হয়ে তারা, হার-জিত যায় ভুলে

চাবুক ধরিয়া চাঁদা তোলে যারা, তারা চলে বুকফুলে।

ক্যাসিনো করুণ কাহিনী কহিয়া কাঁপিয়াছে কেবা কারা!

কেঁচো খুঁড়তে কত কালসাপ, এ-ই দেখে দিশেহারা।

 

সেই ক্যাসিনোয় কাফন দেখিয়া ভেবেছি দাফন হবে

ক্যসিনোয় থাকা কেঁচো মরে যাবে, কালসাপ শুধু রবে।

সেই কাল-সাপ যেন পাক-সাফ, দখলে মজিয়া যায়

লাল গালিচায় পাদুকা পরে এরাই পদক পায়।

জুয়াড়ি আসে জুয়াড়ি যায়, ক্যাসিনো রহিয়া যায়

'ক্ষমতা' যখন জুয়ার আসন, কি করে বাঁচিব হায়!!