বাংলাদেশের লোকদের চরিত্র কি রোহিঙ্গাদের থেকে আলাদা?

তসলিমা নাসরিন
তসলিমা নাসরিন  © সংগৃহীত

ভারতে বসবাসরত বাংলাদেশি বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন দেশে চলমান রোহিঙ্গা সঙ্কট নিয়ে তার করা এক ফেসবুক স্ট্যাটাসে দাবি করেছেন, বাংলাদেশে রোহিঙ্গাদের মত স্বভাবের লোকের অভাব নেই। তারা এখানে বাঁচতে চায় তাদের সে অধিকার দেওয়া হোক। বাংলাদেশের অনেক লোকেই তো আরব দেশে শ্রমিকের কাজ করতে যায়। তখন বাংলাদেশিদেরও রোহিঙ্গার মত মনে হয়।

তার দাবি, দেশে ১৫ কোটি মানুষের মধ্যে মধ্যে ১১ লক্ষ রোহিঙ্গা তেমন কোন বড় সংখ্যা নয়। পৃথিবীতে সবারই অধিকার আছে যেখানে খুশি যাওয়ার, যেখানে খুশি বাস করার। তারা যদি বাংলাদেশে বাস করতে চায় করুক, মূলস্রোতে মিশে যাক।

তসলিমা নাসরিনের দেয়া ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- রোহিঙ্গাদের ভাষা শুনে চেহারা দেখে কাপড়-চোপড় দেখে তো মনে হয় তারা যত না বার্মার লোক, তার চেয়ে বেশি বাংলাদেশের লোক। ১১ লক্ষ অশিক্ষিত লোক, তার মধ্যে অনেকেই বর্বর, চোর, ডাকাত, চোরাকারবারি, খুনি, ধর্ষক, ধর্মান্ধ, সন্ত্রাসী। বাংলাদেশে এমন লোকের কি আদৌ অভাব? বাংলাদেশের লোকদের চরিত্র কি রোহিঙ্গাদের চরিত্র থেকে খুব আলাদা? বাংলাদেশে যদি বাস করতে চায় এরা, করুক। মূলস্রোতে মিশে যাক। ১৫ কোটি মানুষের দেশে ১১ লক্ষ এমন কোনও বড় সংখ্যা নয়। পৃথিবীতে সবারই অধিকার আছে যেখানে খুশি যাওয়ার, যেখানে খুশি বাস করার।

জার্মানি যখন ১১ লক্ষ অশিক্ষিত আরব মুসলমানদের আশ্রয় দিয়েছে, বাংলাদেশের লোকেরা খুশিতে হাততালি দেয়নি? দিয়েছে। এখন রোহিঙ্গাদের প্রশ্নে জার্মানির মতো হতে পারছে না কেন? অন্যে উদার হলে ঠিক আছে, নিজের উদার হওয়ার দরকার নেই?

রোহিঙ্গাদের তুচ্ছ তাচ্ছিল্য করছ কেন বাপু। তোমরা যখন ইউরোপ আমেরিকায় গিয়ে আশ্রয় ভিক্ষা চাও, তোমরাও তখন এক একটা রোহিঙ্গা। তোমরা যখন আরব দেশে শ্রমিকের কাজ করতে যাও, তোমাদেরও রোহিঙ্গাদের মতো দেখায়।

তোমরা যখন রোহিঙ্গাদের গালি দাও, তোমরা আসলে নিজেদেরই গালি দাও।


সর্বশেষ সংবাদ