ভালো রেজাল্ট হলে সচিব, খারাপ রেজাল্টে মন্ত্রী

আনিসুল হক
আনিসুল হক  © ফাইল ফটো

ভালো রেজাল্ট হলে ভালো ডাক্তার হবেন, খারাপ রেজাল্ট হলে হাসপাতালের মালিক হবেন। ভালো রেজাল্ট হলে ইঞ্জিনিয়ার হবেন, খারাপ রেজাল্ট হলে নির্মাতা প্রতিষ্ঠানের মালিক হবেন। ভালো রেজাল্ট হলে অধ্যাপক হয়ে রবীন্দ্রনাথের কবিতায় তরী শব্দের ব্যবহার নিয়ে থিসিস লিখবেন, খারাপ রেজাল্ট হলে রবীন্দ্রনাথ হবেন। ভালো রেজাল্ট হলে সচিব হবেন, খারাপ রেজাল্ট হলে মন্ত্রী হবেন। ভালো রেজাল্টেও মন্ত্রী হয় কিন্তু...

আবার মেডিকালের ফার্স্ট বয়/গার্ল সবচেয়ে ভালো ডাক্তার হয় না। আর্ট কলেজের ফার্স্ট বয়/গার্ল সবচেয়ে ভালো আর্টিস্ট হয় না। বাংলা সাহিত্যের ফার্স্ট বয়/গার্ল বড় কবি হয় না। আবার ভালো ছাত্রও লেখক হতে পারেন, যেমন হুমায়ূন আহমেদ, বোর্ডের সেকেন্ড স্ট্যান্ড করা। কিন্তু তিনি বিজ্ঞান পড়েছেন, সাহিত্য নয়।

পরীক্ষার ফলের সঙ্গে বাস্তবজীবনের সম্পর্ক কম। বাংলাদেশের সেরা ১০ ধনীর কেউই ভালো ছাত্র ছিলেন না।

বিবিসির জরিপে হাজার বছরের সেরা বাঙালিদের ২০ জনের দুই/তিনজন মাত্র ভালো ছাত্র ছিলেন, শেরে বাংলা, আর কিছুটা অমর্ত্য সেন। বাকিরা কেউই ভালো ছাত্র ছিলেন না।

[ফেসবুক থেকে সংগৃহীত]


সর্বশেষ সংবাদ