জিলহজ মাস: প্রথম ১০ দিন দুনিয়ার শ্রেষ্ঠ দিন
জিলহজ আরবি বার মাসের শেষ মাস। বছরের বার মাসের মধ্যে ‘নিষিদ্ধ মাস’ মুহাররম, রজব, জিলকদ ও জিলহজ (অর্থাৎ এ মাসগুলোতে কোন প্রকার যুদ্ধ বিগ্রহ করা যাবে না)। আল্লাহ তায়ালার অনুগ্রহ যে, তিনি তার পাপিষ্ট বান্দাদেরকে এমন কিছু মৌসুম দিয়েছেন যেগুলোতে তারা বেশি বেশি নেকীর কাজ করে সওয়াব অর্জন করতে পারে। এই মৌসুমগুলোর মধ্যে অন্যতম মাস হলো, জিলহজ মাসের প্রথম দশ দিন।
এছাড়া এসব বিশেষ দিনে কুরআন এবং হাদিস গবেষণা করে এ মাসের ১০টি আমলের কথা পাওয়া যায়।
* হজ পালন করা।
* কুরবানি করা।
* বেশি বেশি আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পড়া।
* ১ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত রোযা রাখা।
* আরাফাতের দিন রোযা রাখা।
* ৯ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত তাকবির বলা ( ৯ তারিখ ফজর হতে ১৩ তারিখ আসর পর্যন্ত)।
* বেশি বেশি জিকির করা।
* নখ, গোঁফ এবং শরীরের অপ্রয়োজনীর চুলগুলো কুরবানির সময় কাঁটা।
* বেশি বেশি প্রার্থনা করা।
* ঈদের নামাজ আদায় করা।
[শুক্রবার (২ আগষ্ট) মিরপুর কেন্দ্রীয় মসজিদের খুতবা থেকে]