অধিভুক্তি বাতিল নয়, স্থায়ী সমাধান করুন মাননীয় প্রধানমন্ত্রী
আসসালামু আলাইকুম, মাননীয় প্রধানমন্ত্রী
ঢাকার ঐতিহ্যবাহী সাত কলেজকে শিক্ষার মানোন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে। কিন্তু অধিভুক্ত হওয়ার আমাদের সেশনজট, রেজাল্ট বিলম্ব, পরীক্ষা পদ্ধতি, ত্রুটিপূর্ণ রেজাল্টসহ নানা সমস্যায় জর্জরিত আমরা শিক্ষার্থীরা। এসব সমস্যার পরিপ্রেক্ষিতে আমরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল করি। রাজপথে আন্দোলন করি। তাছাড়াও আমরা মাননীয় ভিসি স্যার ও প্রক্টর স্যারের কাছে স্মারকলিপি প্রদান করি। কিন্তু ঢাবি প্রশাসন আমাদের বারবার আশ্বাস দিয়েও কোন সমস্যার সমাধান করছে না। এমতাবস্থায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী কাছে আমাদের নিম্নোক্ত বিষয়গুলো পূরণের জোর দাবি জানাচ্ছি।
★ আমরা অধিভুক্তি বাতিল চাই না, আমরা সমস্যার স্থায়ী সমাধান চাই।
★ আমাদের সাত কলেজের সমস্যা সমাধানে একটি স্থায়ী পদ্ধতি অনুসরণ কর।
★ সাত কলেজের জন্য একটি আলাদা একাডেমিক ভবন তৈরি করা, যাতে এটা থেকে সবকিছু পরিচালিত হয়।
★ প্রশ্নপত্র প্রণয়ন সাত কলেজের শিক্ষক কর্তৃক পরিচালিত করা।
★ উত্তরপত্র যাচাই ও রেজাল্ট প্রকাশ সাত কলেজের শিক্ষক কর্তৃক প্রকাশ করা।
★ পরীক্ষার ৯০ দিনের মধ্যে একটি রেজাল্ট প্রকাশ করা।
★ প্রতিটি সেশনে ১ বছরের বেশি কালক্ষেপণ না করা।
★ শিক্ষকদের প্রতিটি ক্লাস গুরুত্বের সাথে নিতে হবে।
★ নির্ভুলভাবে প্রতিটি সেশনের রেজাল্ট প্রকাশ করা।
★ সাত কলেজের আরো পর্যাপ্ত আবাসনের ব্যবস্থা করা।
উপরোক্ত দাবিগুলো মেনে নিয়ে আমাদের ২৫০০০০+ শিক্ষার্থীর পড়াশুনার সুযোগ করে দিন।
[শিক্ষার্থী: ঢাকা কলেজ]