তারুণ্যের যথার্থ ব্যবহারই একটি দেশের উন্নয়নের মাপকাঠি
তারুণ্যের অদম্য শক্তি-সাহসের কাছে যেকোনো কিছু ধরা দিতে এবং অপশক্তি পরাজয় মানতে বাধ্য। একটি দেশ এগিয়ে যায় তারুণ্যের শক্তিতে। যে দেশ তারুণ্যের শক্তিকে যতটুকু কাজে লাগাতে পেরেছে ততটুকু উন্নতির হিমাদ্রি শিখরে পৌঁছেছে। একটি দেশের তরুণদের যদি যথার্থ ব্যবহার যথা- নৈতিক শিক্ষায় বলিয়ান, দেশপ্রেমে উদ্বুদ্ধ, গবেষণায় নিয়োগ, উদ্যোক্তা হতে উদ্বুদ্ধসহ নানাবিধ ভালো কাজে আনয়ন ও পরামর্শদান করা গেলে উন্নতির চরম শিখরে পৌঁছানো সম্ভব। নচেৎ দেশের তারুণ্য শক্তি যদি নানান খারাপ কাজ যথা- নোংরা রাজনীতিতে সাথে জড়িয়ে পড়া, অবৈধ মেলামেশা, পর্নোগ্রাফিতে আসক্ত, ইভটিজিংসহ নানান খারাপ কাজে লিপ্ত থাকে এবং যথাযথ নৈতিক শিক্ষা প্রদান এবং দেশপ্রেমের প্রতি উদ্বুদ্ধ করা না যায় তখন দেশের জন্য আশীর্বাদ না হয়ে অভিশাপ হয়ে দাঁড়াবে এই তারুণ্যের শক্তি। তাই তারুণ্যের শক্তির যথাযথ প্রয়োগে আমাদের মনোনিবেশ করা খুবই প্রয়োজন। তারুণ্যের শক্তিতে এগিয়ে যাক বাংলাদেশ।
লেখক: শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
amjadhossainhridoydu@gmail.com