১৬ নভেম্বর ২০২৪, ০৯:৩৭
দেশে শতাধিক বিশ্ববিদ্যালয় থাকলেও নেই কোনো এক্সচেঞ্জ প্রোগ্রাম
বাংলাদেশে এখন শতাধিক বিশ্ববিদ্যালয় আছে। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে নেই কোনো এক্সচেঞ্জ প্রোগ্রাম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু করা উচিত।
যেমন এক সেমিস্টারের জন্য ছাত্ররা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে পারে। এক সেমিস্টারের জন্য শিক্ষকরা অন্য বিশ্ববিদ্যালয়ে যেতে পারে। এর মাধ্যমে ছাত্র-শিক্ষক উভয়েই উপকৃত হতে পারে।
আরও পড়ুন: গুচ্ছ পদ্ধতিতে ভর্তি: সমাধান না ভোগান্তি?
আরও ভালো হয় আমরা যদি সার্ক দেশগুলো এবং চীনের বিশ্ববিদ্যালয়ের সাথেও এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু করি। পাবলিক, প্রাইভেট, জাতীয় ইত্যাদি নামে ট্যাগানো বন্ধ হওয়া উচিত। আমাদের কোনো বিশ্ববিদ্যালয়ই এমন কিছু হয়ে যায়নি যে ভাব দেখাতে হবে।
লেখক: অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
(ফেসবুক থেকে নেওয়া)