৫ম গণবিজ্ঞপ্তিতে নির্ভুলভাবে আবেদন করবেন যেভাবে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪, ১১:৩৯ AM , আপডেট: ৩০ এপ্রিল ২০২৪, ১১:২০ PM
দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজারের বেশি শিক্ষক নিয়োগের ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু হচ্ছে আগামীকাল বুধবার। অনলাইনে আবেদনগ্রহন প্রক্রিয়া চলবে ৯ মে পর্যন্ত।
গণবিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদনের ক্ষেত্রে একজন প্রার্থীকে সতর্কতা অবলম্বন করতে হবে। কেননা আবেদনে ভুল হলে যোগদান থেকে শুরু করে এমপিওভুক্তিতে নানা সমস্যা দেখা দেবে। এজন্য একজন প্রার্থী কীভাবে অনলাইনে নির্ভুলভাবে আবেদন করবেন আজ আমরা সে বিষয়টি আলোচনা করব।
পঞ্চম গণবিজ্ঞতিতে অনলাইন আবেদনের আগে সর্বপ্রথম আপনার নিবন্ধন সনদটি ভালো করে পড়ে নিতে হবে। নিবন্ধন সনদে নামের মত করে হুবহু অনলাইন এ আবেদন করতে হবে। যাদের সনদে কারিগরি লেখা আছে তারা মাউশির জেনারেল এবং মাদ্রাসায় মেমিস এ আবেদন করতে পারবেন না। সার্টিফিকেটে বিএম লেখা থাকলে আপনাকে বিএম প্রতিষ্ঠানেই আবেদন করতে হবে। অন্যথায় চূড়ান্ত সুপারিশ পাবেন না। আবেদনের সময় অবশ্যই নিজের ব্যক্তিগত ইমেইল আইডি ব্যবহার করতে হবে। ইমেইল আইডিতে পুলিশ ভেরিফিকেশন এর তথ্য পাওয়া যাবে।
সব সময় সচল থাকে এমন একটি মোবাইল ফোন নাম্বার ব্যবহার করতে হবে। চূড়ান্ত সুপারিশের আগ পর্যন্ত ফোন নাম্বারটি অবশ্যই সচল রাখতে হবে। সর্বশেষ ভালো মানের একটি ছবি ব্যবহার করতে হবে । আবেদনের সময় স্থায়ী এবং অস্থায়ী ঠিকানা ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। ৪০টি প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে বাংলাদেশের যে কোন প্রান্তে আপনি চয়েজ দিতে পারবেন। যদি কেউ কম চয়েজ দেয়, তাহলেও কোনো সমস্যা নেই।
কারিগরি শাখায় আবেদনের পূর্বে অবশ্যই প্রতিষ্ঠানের ট্রেডের জিও আছে কিনা তা দেখে নিতে হবে। প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগের জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানে ইআইএন নাম্বারের আগে ০১৩০৯ ব্যবহার করে। কাজেই প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলতে পারবেন ইআইএন নাম্বারের পূর্বে ০১৩০৯ যোগ করে কল দিলেই যোগাযোগ করতে পারবেন।
কখনোই স্মার্ট হতে গিয়ে ফোনে আবেদন করবেন না। এক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা শতভাগ। কাজেই কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে আবেদন করবেন। সম্ভব হলে একজন দক্ষ কম্পিউটার অপারেটর দিয়ে আবেদন করাবেন। আবেদনের পরে অবশ্যই আবেদন কপি প্রিন্ট করে নেবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড আলাদা জায়গায় লিখে সংরক্ষণ করে রাখবেন।
চয়েজ রিঅর্ডার করার আগ পর্যন্ত টাকা পাঠাবেন না। গণবিজ্ঞপ্তির অনলাইন খরচ পাঠানোর পর অবশ্যই টাকা কেটেছে কিনা, পেইড লেখা দেখাচ্ছে কি না তা দেখে নেবেন । আশা করি উপরে নিয়মগুলো মেনে চললে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কোন ধরনের ভুল ত্রুটি পরিলক্ষিত হবে না।
সবার জন্য শুভকামনা রইল।
লেখক: মোঃ রাশেদ মোশারফ
ট্রেড ইন্সট্রাক্টর, ইটনা নুরপুর ডিডি মাদ্রাসা, কিশোরগঞ্জ
১৬তম নিবন্ধনধারী (কারিগরি শিক্ষা)
চতুর্থ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত