১১ আগস্ট ২০২৩, ১৯:৫৪

নারী কিসে আটকায়, জানালেন চবি শিক্ষক সাদেকা তামান্না

সাদেকা তামান্না নিপা  © টিডিসি ফটো

জাস্টিন ট্রুডোর ক্ষমতায়, বিল গেটসের টাকায়, ফুটবলার হাকিমির জনপ্রিয়তায়, হুমায়ন ফরিদীর ভালোবাসায়, তাহসানের কন্ঠে কিংবা হৃতিক রোশানের স্মার্টনেসে—কোন কিছুই নারীকে আঁটকাতে পারেনি। নারী আসলে কিসে আটকায়? সাম্প্রতিক সময়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই একটা প্রশ্নের ঝড় বয়ে যাচ্ছে।

এই কয়েকজনের বিচ্ছেদ নিয়ে সমালোচনার সহিত নারী কিসে আটকায় বলে নারীর দিকে একটা বাজে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। তখনি বেশ কয়েকজন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে একেকজন একেক সমাধান দিয়েছেন, দিয়েছেন ভিন্ন মতও।

যখন প্রশ্ন করা হয়, নারী কিসে আটকায়? তখন খুব সগৌরবে বলতে ইচ্ছা হয়, নারী আটকায় স্নেহে, কোনো কোমল পরশ কিংবা মায়ার টানে।

আরও পড়ুন: 'নারী আসলে কিসে আটকায়?' জানালেন ফারিয়া ও সোহানা সাবা

নারী আটকে যায় পুরুষের অতিরিক্ত শাসনে। কিছু অভ্যাস আর নিয়মমাফিক ছুঁড়ে ফেলার রুটিনে। নারী আটকে যায় সন্তান কিংবা গৃহস্থালির কিছু তৈজসপত্রে, স্বামীর সেবায়, পরিবারের মায়ায় গড়ে তোলা রাজত্বের মতো নিজের সংসারে।

খুব পর হয়ে আসা, নিজের সব ফেলে আসা দিনগুলোকে ভুলে, আটকে যায় নারী করুণ অভিমানে। বাচ্চাদের স্কুল, স্বামীর কর্মস্থল, সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার আর অন্যকে সুখী করার বাহানায়, নিজের উপর চরম অবহেলা ছুঁড়ে দিয়ে, নারী আটকে যায় অগোছালো এক ফ্রেমে।

যাপিত জীবনে নিজেকে ভুলে, একসাথে থেকে আসা পুরুষটার ঘামের গন্ধে, তার নিয়মমাফিক যত্নে নারী আটকে যায় গভীর আনমনে।

লেখক: প্রভাষক, নৃবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়