রুচির দূর্ভিক্ষ মিইয়ে যায় ক্ষমতায় ও সম্পদের আবরণে

২৬ জুলাই ২০২৩, ১০:৪৬ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
হিরো আলোম-সুমন্ত আসলাম

হিরো আলোম-সুমন্ত আসলাম © ফাইল ছবি

সম্ভাবত হিরো আলমকে নিয়ে ফেসবুকে পজিটিভ একটা লেখা লিখছিলাম সর্বপ্রথম আমি। পরিচিত অপরিচিত অনেকেই মৃদু মন্দ বলেছিলেন সেদিন আমাকে। তা শুনে হেসেছিলাম কেবল।
০২
হিরো আলমের চেহারা আর শারীরিক গঠন যদি হিরোর মতো হতো, তাহলে অনেক কিছুই পাল্টে যেত এতদিন। আমেরিকার কোনো এক প্রেসিডেন্ট নাকি পার্কে বাদাম বেচতেন, মোদি সাহেব নাকি চা বেচতেন, আরো অনেক বড় বড় মানুষ ছোট ছোট কাজ করে বড় হয়েছেন। অবশ্য গুণীজন বলেন, কোনো কাজই নাকি ছোট না।
০৩
অনেকের মতে 'অসুন্দর' আকৃতির সেই হিরো আলম এখন কেবল বাংলাদেশে হিরো হননি, তিনি এখন প্রকৃত হিরোর মতো সারা বিশ্বময় পরিচিতি ও আলোচিত---আন্তর্জাতিক ব্যক্তিত্ব। 'ছোট ছোট' কাজ করে আজ বড় হয়েছেন হিরো আলম, যা তিনি তার বুকের ভেতর থেকে চেয়েছিলেন, চেয়েছেন।
০৪.
মানুষ প্রথমত তার ক্ষুধার সংকট মেটাতে চায়, সেটা মিটে গেলে 'সাধ' বেড়ে যায় তার, হরেকরকম সাধ। এটা মানুষের প্রবৃত্তি, তার জন্ম গ্রহণের অলিখিত অথচ তীব্র প্রতিশ্রুতি---নিজের প্রতি। এতে কেউ সফল হয়, কেউ হয় না।হিরো আলম হয়েছেন।
০৫.
রুচির দূর্ভিক্ষ বলে যতই আমরা কাঁদি না কেন, শেষ পর্যন্ত সব রুচি মিইয়ে যার ক্ষমতায়, ক্ষমতা আর সম্পদের আবরণে তৈরি নতুন রুচি, যাকে আমরা সাধারণেরা সমীহ করি, কুর্নিশ করি।
০৬.
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের উপর হামলায় নিন্দা জানিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১২টি বিদেশি মিশন এবং ইউরোপীয় ইউনিয়ন একটি যৌথ বিবৃতি দিয়েছিল। এতে গোস্যা হয়ে ১৩টি বিদেশি মিশনের প্রধানদের আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে 'তলব' করা হয়েছে।

কী বুঝলেন---অল্প কয়দিন পর হিরো আলমের গাড়িতে আমাদের দেশের পতাকা উড়বে, আর আমরা আমাদের সব 'রুচি'কে নিজের বগলতলায় বহু কষ্টে চেপে রেখে তাকে বলব---স্যার! স্যার, আপনার শরীর কেমন?

লেখক: সাংবাদিক ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট

ট্যাগ: হিরো আলম
ক্রিকেটারদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল
  • ২২ জানুয়ারি ২০২৬
আইসিসির সঙ্গে কী কথা হয়েছিল বিসিবি সভাপতি বুলবুলের?
  • ২২ জানুয়ারি ২০২৬
বিড়ি খাওয়ার বক্তব্য দেওয়ায় জামায়াতের ২ কোটির মার্কেটিং হয়…
  • ২২ জানুয়ারি ২০২৬
হারের পর ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ সিলেট টাইটান্সের সাবেক উপদ…
  • ২২ জানুয়ারি ২০২৬
আইসিসি থেকে ‘মিরাকল’ সিদ্ধান্তের প্রত্যাশা বিসিবি সভাপতির
  • ২২ জানুয়ারি ২০২৬
হাসনাত আবদুল্লাহর আসনে বিএনপি জোটের প্রার্থী জসিম উদ্দিন
  • ২১ জানুয়ারি ২০২৬