কতটা বেয়াদব-বেহায়া-নির্লজ্জ একটা প্রজন্ম বেড়ে উঠছে!
গার্লফ্রেন্ডের অন্তর্বাসের ফিতা এখন বয়ফ্রেন্ডের হাতের ব্রেসলেট। বর্তমানে একটি ট্রেন্ডিং ফিতনা শুরু হয়েছে। আজকাল মেয়েরা তার নিজের ব্রার ফিতা কেটে বয়ফ্রেন্ডের হাতে ব্রেসলেট পড়িয়ে দিচ্ছে! এটাও না কি এখন নতুন ট্রেন্ড! আর তার বয়ফ্রেন্ড তার বন্ধুদের হাত দেখিয়ে বাহবা নিচ্ছে!
এটা দিয়ে তারা কি বোঝাতে চায়? এ প্রজন্ম কতটা বেয়াদব, বেহায়া, নির্লজ্জ আর কতটা পশুস্বভাবের হতে পারে চিন্তা করেছেন? আফসোস! এই একটা প্রজন্ম বেড়ে উঠতেছে, যাদের ভেতরে নেই কোনো শিক্ষা, আদব, আল্লাহর ভয়। নেই হালাল-হারামের বিচার, নেই কোনো লজ্জা-শরমের বালাইও।
আরও পড়ুন: অন্তর্বাস খুলে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে বাধ্য করার ঘটনায় গ্রেফতার ৫
আমরা একটা অদ্ভুত, একটা প্রতিবন্ধী প্রজন্ম তৈরি করছি। যে প্রজন্ম কিনা চারদিকে ফিতনা ছড়িয়ে-ছিটিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়েছে। আহ্! এ যুগের নারীরা যেন জাহিলি যুগকেও হার মানিয়েছে। ব্রার ফিতা খুলে বয়ফ্রেন্ডের হাতে ব্রেসলেট লাগানোটা ভালোবাসার নামে অশ্লীলতা আর নোংরামি ছাড়া কিছুই না।
আর এই অশ্লীলতাটাই একটি অংশের মানুষ এখন ভালোবাসার ট্রেন্ড বানিয়েছে। আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। আমিন।
লেখক: শিক্ষার্থী, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ