চিকিৎসক ছাড়া কেউ সাদা এপ্রোন পরতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী
চিকিৎসক ছাড়া কেউ সাদা এপ্রোন পরতে পারবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক-শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সাস্থ্যমন্ত্রী বলেন, শিগগিরই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। এ জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
নার্সদের নির্ধারিত সবুজ ড্রেস পরার নির্দেশনা দিয়ে তিনি বলেন, আপনারা সাদা অ্যাপ্রন পরেছেন কেন, এটা তো চিকিৎসকদের জন্য নির্ধারিত। আপনাদের ড্রেস আমরা দিইনি? এটা পরেন না কেন? চিকিৎসকগণ চিকিৎসকদের নির্ধারিত ড্রেস পরবেন। নার্সরা তাদের নির্ধারিত ড্রেস পরবেন।
নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে বলেন, একসময় মেডিকেলে ভর্তির চেষ্টা করেছিলাম, ‘এমনকি ভর্তিও হয়েছিলাম, কিন্তু ডাক্তার হতে পারিনি। দীর্ঘদিন সেই আক্ষেপটা ছিল, কিন্তু এখন আর নেই। ডাক্তার হতে না পারলেও এখন ডাক্তারদের মন্ত্রী হয়েছি। আল্লাহর কী লীলা খেলা’
জাহিদ মালেক বলেন, মেডিকেলে ভর্তি নিয়ে নিজের স্মৃতির কথ জানিয়ে মন্ত্রী বলেন, ‘কুমিল্লা মেডিকেলে আমার অনেক স্মৃতি। আমার বাবা কুমিল্লা ক্যান্টনমেন্টে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। আমি এখানে মেডিকেলেও ভর্তি হয়েছিলাম, কিছুদিনের স্মৃতি আছে।’
তিনি আরও বলেন, ‘স্কুল-কলেজসহ প্রতিটি পর্যায়ে শিক্ষার্থীরা অটোপাস পেয়েছে, কিন্তু মেডিকেলে কোনো অটোপাস নেই। আমি থাকতে কোনো অটোপাস হবে না। আমরা মানুষের জীবন নিয়ে কাজ করি, ইট-বালু সিমেন্ট নিয়ে কাজ করি না।’