মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশন নিয়ে যা জানা গেল
দেশের সরকারি মেডিকেল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় মাইগ্রেশনের তালিকা ফের হালনাগাদ করা হচ্ছে। গত সপ্তাহে মাইগ্রেশনের একটি তালিকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পাঠানো হলেও সেটি সংশোধন করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি মেডিকেল কলেজে ১১৪ আসনের বিপরীতে দ্বিতীয় মাইগ্রেশন সম্পন্ন হবে। আর বিডিএসে ৬৬ আসনের বিপরীতে মাইগ্রেশন সম্পন্ন হবে। বিডিএসের মাইগ্রেশনের তথ্য সঠিক থাকলেও মেডিকেল কলেজগুলো থেকে অসম্পূর্ণ তথ্য আসায় সেটি আবার সংশোধন করা হচ্ছে।
সূত্রের দেয়া তথ্য অনুযায়ী, সাত থেকে আটটি মেডিকেল কলেজের তথ্য নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। এই মেডিকেল কলেজগুলো থেকে পুনরায় শূন্য আসনের তথ্য চাওয়া হয়েছে। আজ বুধবার তালিকা পাঠানোর কথা থাকলেও এখনো ওই মেডিকেল কলেজগুলো তালিকা পাঠায়নি। ফলে চলতি সপ্তাহে দ্বিতীয় মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা যাচ্ছে না।
আরও পড়ুন: বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন ২৭ বিদেশি শিক্ষার্থী
নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আমরা একটি তালিকা বুয়েটের কাছে পাঠিয়েছিলাম। তবে সেখানে সামান্য একটু সমস্যা দেখা দিয়েছে। এ বিষয়ে গতকাল মঙ্গলবার মেডিকেল কলেজগুলোকে নিয়ে একটি ভার্চুয়াল সভা হয়েছে। সেই সভায় আজকের মধ্যে হালনাগাদকৃত তালিকা পাঠাতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, ৭ অথবা ৮টি মেডিকেল কলেজের কারণে পুরো মাইগ্রেশন প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে। আমরা চলতি সপ্তাহে এই তালিকা প্রকাশ করতে চেয়েছিলাম। তবে সেটি সম্ভব হচ্ছে না। মেডিকেল কলেজগুলো তালিকা পাঠানোর পর সেটি বুয়েটের কাছে পাঠিয়ে দেওয়া হবে। এরপর যতদ্রুত সম্ভব দ্বিতীয় মাইগ্রেশন শেষ করা হবে।
আরও পড়ুন: এক বছরে মেডিকেলের ১২ শিক্ষার্থীর আত্মহত্যা
এর আগে সম্প্রতি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচাক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, দ্বিতীয় মাইগ্রেশন সম্পন্ন করতে আমরা বুয়েটের কাছে তালিকা পাঠিয়ে দিয়েছি। চলতি সপ্তাহে এই তালিকা প্রকাশ করা হতে পারে।
প্রসঙ্গত, গত বছরের ২ এপ্রিল সারা দেশে একযোগে ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর একদিন পর ৪ এপ্রিল পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে আসন ছিল ৪ হাজার ৩৫০টি।